
আসিয়ান-চীন সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষ কূটনীতিকরা এক সম্মেলনে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই সম্মেলনের বিষয়ে এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অংশ হিসেবে আয়োজিত এই ‘আসিয়ান-চীন পোস্ট-মিনিস্টারিয়াল কনফারেন্স’-এ অংশগ্রহণকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় করেন। বৈঠকে আসিয়ান মহাসচিব কাও কিম হোর্ন-ও উপস্থিত ছিলেন।
চীনের পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেছেন। এই আলোচনায় আসিয়ান-অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারত্ব জোরদারে ২০২৫-২০২৯ মেয়াদের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠক শেষে এক্স (সাবেক টুইটার)-এ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং বলেন, “আসিয়ান আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই অঞ্চলের সঙ্গে আমাদের নিরাপত্তা ও সমৃদ্ধি নিবিড়ভাবে জড়িত।”
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের সঙ্গেও আসিয়ান প্রতিনিধিরা বৈঠক করেন। সেখানে আসিয়ান-নিউজিল্যান্ড সহযোগিতার ইতিবাচক অগ্রগতি এবং কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার পথ খুঁজে দেখেন উভয় পক্ষ। বিবৃতিতে বলা হয়, “দুই পক্ষই আসিয়ান-নিউজিল্যান্ড সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক সম্মেলনের প্রত্যাশা করছে।”
উল্লেখ্য, টিমোর-লেস্টে এই বৈঠকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশ নেয়। একইদিনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ কুয়ালালামপুরে আসেন আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দিতে।
মঙ্গলবার শুরু হওয়া এই পোস্ট-মিনিস্টারিয়াল কনফারেন্স শুক্রবার পর্যন্ত চলবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি দেশ নিয়ে গঠিত আন্তঃসরকার সংস্থা আসিয়ান, যার সদস্য রাষ্ট্রগুলো হলো: ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, ব্রুনেই, থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইন, কম্বোডিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ২০২৫ সালে মালয়েশিয়া এই সংস্থার ঘূর্ণায়মান সভাপতিত্ব গ্রহণ করেছে।
এই সম্মেলনের মাধ্যমে আঞ্চলিক শান্তি, বাণিজ্য ও কৌশলগত অংশীদারত্বের ক্ষেত্রে আসিয়ান সদস্য এবং বিশ্বশক্তিগুলোর পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র:https://tinyurl.com/b5xw66vv
আফরোজা