ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির প্রশ্ন, শান্তিতে কি জিততে পারবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত: ১৮:০১, ৯ জুলাই ২০২৫; আপডেট: ১৮:০৪, ৯ জুলাই ২০২৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির প্রশ্ন, শান্তিতে কি জিততে পারবে যুক্তরাষ্ট্র?

ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক বার্তায় প্রশ্ন তুলেছেন, যুদ্ধ শেষ করতে পারা যুক্তরাষ্ট্র কি সত্যিই শান্তি অর্জনে সফল হতে পারবে?

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (আগে টুইটার) এক পোস্টে আরাঘচি লেখেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে নেতানিয়াহু দ্রুতই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে উদ্ধার চেয়েছিলেন।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র দেখিয়েছে তারা যুদ্ধ বন্ধ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে—তারা কি শান্তি জিততে পারে?’

আরাঘচি আরও জানান, এ বিষয়ে তাঁর একটি নিবন্ধ ফিন্যানশিয়াল টাইমস-এ প্রকাশিত হয়েছে।

অন্যদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও ইন্সটিটিউট ফর পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রধান সাঈদ খাতিবজাদে মঙ্গলবার জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার জন্য বার্তা পাঠিয়েছে। তবে আলোচনার আগে ওয়াশিংটনকে অবশ্যই আশ্বাস দিতে হবে যে তারা এই আলোচনা নিজেদের স্বার্থে ব্যবহার করবে না।

খাতিবজাদে বলেন, ‘আমরা আলোচনা শুরুর জন্য বার্তা পাচ্ছি। তবে অন্য পক্ষকে আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইরানকে নিশ্চিত করতে হবে যে তারা আলোচনার অপব্যবহার করবে না। যুদ্ধের মাধ্যমে যখন লক্ষ্য পূরণ সম্ভব হয়নি, তখন আলোচনার টেবিলে সমাধানের পথ খুঁজে বের করাই যুক্তিযুক্ত।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে। তবে তেহরান এই অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছে। পর্যবেক্ষক মহলের মতে, চলমান উত্তেজনার মাঝে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার নতুন সম্ভাবনা তৈরি হলেও, বাস্তব সমাধানে পৌঁছাতে হলে বিশ্বাসযোগ্যতা ও আন্তরিকতা নিশ্চিত করা জরুরি।

 

সূত্র: ইরনা নিউজ।

রাকিব

×