
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেফতারের হুমকি দেওয়ায় ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেটিক রাজনীতিক জোহরান মামদানিকে কঠোরভাবে সতর্ক করেছেন। মামদানি সম্প্রতি ঘোষণা দেন যে, যদি নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটিতে আসেন, তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে।
নেতানিয়াহুর এই সম্ভাব্য গ্রেফতারের হুমকির প্রেক্ষিতে ট্রাম্প বলেন, “মামদানি সমাজতন্ত্রী নয়, সে একজন কমিউনিস্ট। সে ইহুদি জনগণ সম্পর্কে অনেক বাজে কথা বলেছে। তাকে আচরণ ঠিক রাখতে হবে, নইলে বড় সমস্যায় পড়বে।”
ট্রাম্প আরও বলেন, “সে এখন একটু হানিমুন পিরিয়ডে আছে। সে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জিততেও পারে, কিন্তু সবকিছু হোয়াইট হাউজ থেকে যায়। যদি সে আমাদের কাছ থেকে অর্থ চায়, তাহলে তাকে ঠিকভাবে আচরণ করতে হবে...”
ট্রাম্পের এই মন্তব্যের আগেই নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, মামদানির হুমকি নিয়ে তিনি চিন্তিত নন। তিনি বলেন, “এটা হাস্যকর এবং গুরুত্বহীন। পৃথিবীতে যথেষ্ট পাগলামি চলছে, এটি তারই একটি অংশ।”
এসময় ট্রাম্প নেতানিয়াহুর কথা কেটে বলেন, “আমি তাকে (মামদানিকে) সামলে নেব।”
জানা যাচ্ছে, নেতানিয়াহু সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বার্ষিক সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্ক আসতে পারেন। এছাড়া তিনি আগামী বছর ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্কে সফরের ইঙ্গিতও দিয়েছেন।
মুমু ২