ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলের হামলার পর প্রতিশোধের হুমকি খামেনির, আকাশসীমা বন্ধ করলো ইরান

প্রকাশিত: ১১:৫৮, ১৩ জুন ২০২৫

ইসরায়েলের হামলার পর প্রতিশোধের হুমকি খামেনির, আকাশসীমা বন্ধ করলো ইরান

ছবি: সংগৃহীত।

ইরানের পারমাণবিক স্থাপনাসমূহে ইসরায়েলের অভূতপূর্ব বিমান হামলার পর পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে চালানো হামলার জবাবে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শুক্রবার সকালে ইরানের কেন্দ্রীয় ইসফাহান প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ‘নাতাঞ্জ’-এ নতুন করে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইসরায়েলের পক্ষ থেকে রাতভর চালানো একাধিক হামলার পর ওই বিস্ফোরণ হয়।

রয়টার্সকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানান, "ইসরায়েলের হামলার জবাব হবে কঠোর ও চূড়ান্ত। কবে, কীভাবে জবাব দেওয়া হবে, তা উচ্চপর্যায়ের আলোচনায় নির্ধারণ করা হচ্ছে।"

এদিকে হামলার পর ইরান তাদের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “দেশের আকাশসীমা বন্ধ রাখার বিষয়ে এয়ার নোটিস (NOTAM) জারি করা হয়েছে এবং তা পুনরায় ঘোষণা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।”

অন্যদিকে, ইসরায়েল হামলাকে “প্রথমে প্রতিরক্ষা” (preemptive strike) দাবি করে দেশে জাতীয় জরুরি অবস্থা জারি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেন, “ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। এই হামলা ইসরায়েলি জনগণ ও অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হতে পারে।”

মধ্যপ্রাচ্যে এই চরম উত্তেজনার ফলে আঞ্চলিক যুদ্ধের শঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ব কূটনীতি এখন তাকিয়ে রয়েছে—ইরানের প্রতিক্রিয়া কতটা “কঠোর ও তাৎক্ষণিক” হয়, সেটার দিকেই।

সূত্র: https://short-link.me/14lvz

মিরাজ খান

×