ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

এরদোয়ান-শারা বৈঠক

সম্পর্ক জোরদারের ইঙ্গিত তুরস্ক ও সিরিয়ার

প্রকাশিত: ২১:০৮, ২৫ মে ২০২৫

সম্পর্ক জোরদারের ইঙ্গিত তুরস্ক ও সিরিয়ার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দুই দেশের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো। রবিবার ইস্তানবুলের ঐতিহাসিক দোলমাবাহচে প্রাসাদে আনুষ্ঠানিক অভ্যর্থনার পর দুই নেতা করমর্দন করেন এবং পরে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেন। খবর আনাদোলু এজেন্সির। এরদোয়ানের কার্যালয় জানায়, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলের দখলদারি ও আগ্রাসন গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে তুরস্ক সব আন্তর্জাতিক মঞ্চে বিরোধিতা অব্যাহত রাখবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলার, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন এবং প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গোরগুন বৈঠকে অংশ নেন। অন্যদিকে সিরিয়ার পক্ষ থেকে অংশ নেন প্রতিরক্ষামন্ত্রী মুহরাফ আবু কাসরা এবং পররাষ্ট্রমন্ত্রী আসআদ আল শায়বানি। এর আগে আহমেদ আল শারা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করতে রিয়াদ গিয়েছিলেন। বৈঠকে দুই দেশ পারস্পরিক সম্পর্ক জোরদার এবং যুদ্ধ-পরবর্তী সিরিয়া পুনর্গঠনের বিষয়ে আলোচনা করে।

প্যানেল

×