ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

দিল্লিতে মারাত্মক বায়ুদূষণ, প্রাথমিকের ক্লাস অনলাইনে

প্রকাশিত: ০৫:৩৬, ১৫ নভেম্বর ২০২৪

দিল্লিতে মারাত্মক বায়ুদূষণ, প্রাথমিকের ক্লাস অনলাইনে

ধোঁয়াশায় ঢাকা রাজধানী দিল্লীির সড়ক। রাজধানী নয়াদিল্লির বায়ুর গুণমান সূচক মারাত্মক অবস্থায় পৌঁছেছে। ছবি: এএফপি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মারাত্মক বায়ুদূষণের কারণে আজ শুক্রবার (১৫ নভেম্বর) থেকে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস অনলাইনে পরিচালিত হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা আজ (১৪ নভেম্বর) এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।

আজ সকাল ৭টা পর্যন্ত, দিল্লির বায়ুর গুণগত মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI) এক লাফে ৬২ পয়েন্ট বেড়ে ৪৩২-এ পৌঁছেছে, যা জনস্বাস্থ্যের জন্য 'অত্যন্ত ক্ষতিকর' বলে চিহ্নিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে। 

এদিকে, আজ সকাল থেকে দিল্লি ও এর পার্শ্ববর্তী শহরগুলো—নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, ফরিদাবাদ—ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে, ফলে ফ্লাইট চলাচলে বিপর্যয় সৃষ্টি হয়েছে। দৃশ্যমানতা কম থাকায় বিমান চলাচলও কয়েকটি জায়গায় স্থগিত রয়েছে। বিশেষ করে, পাঞ্জাবের অমৃতসার ও পাঠানকোট বিমানবন্দর, এবং উত্তরপ্রদেশের গোরখপুর বিমানবন্দর সকাল ৭টায় শূন্য দৃশ্যমানতার ঘোষণা করেছে। 

গত ২৪ ঘণ্টায় দিল্লির ৩৬টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩০টিরই বায়ু গুণমান সূচক 'গুরুতর' অবস্থায় ছিল। একই অবস্থা চণ্ডীগড়, গাজিয়াবাদ, নয়ডা, এবং গুরুগ্রামের, যেখানে একিউআই ছিল যথাক্রমে ৪১৫, ৩৭৮, ৩৭২, এবং ৩২৩। 

চিকিৎসকেরা এই পরিস্থিতিতে জনগণকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন, কারণ এই বায়ুদূষণ শুধু শারীরিক স্বাস্থ্যেই নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। আর যাদের বাইরে যেতেই হবে, তাদের এন৯৬ মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

নুসরাত

×