ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে যে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র 

প্রকাশিত: ১২:২৫, ৭ অক্টোবর ২০২৪

ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে যে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র 

ইরানের হামলার প্রতিবাদে ইসরায়েল হামলা না চালালে ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হয়েছে। 

ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা না চালায় তাহলে তেল আবিবকে ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার (৬ অক্টোবর) ইসরায়েলি টেলিভিশন কান১১ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর দ্য জেরুজালেম পোস্ট

কান১১ এর কূটনৈতিক প্রতিবেদক অ্যামিচাই স্টেইন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে তিনি একটি প্রতিবেদন পেয়েছেন। যেখানে ইরানের হামলার প্রতিবাদে ইসরায়েল হামলা না চালালে ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হয়েছে। 

ইরানে কী ধরনের হামলা চালানো হতে পারে তা নিয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনাকালে ওই ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হয়। ক্ষতিপূরণ প্যাকেজে ইসরায়েলকে আরও কূটনৈতিক নিরাপত্তা প্রদান এবং অস্ত্র দেয়ার কথা বলা হয়েছে। 

অ্যামিচাই স্টেইন মার্কিন নথির বরাত দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন, যদি ইসরায়েল এ বি সি কে লক্ষ্য করে হামলা না চালায় তাহলে আমরা তাদের কূটনৈতিক নিরাপত্তা এবং অস্ত্র সরবরাহ করব। 

তবে ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে এবং আমরা তাদের কথা শুনি। তবে ইসরায়েলি নাগরিকদের সুরক্ষা এবং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে আমাদের যা করণীয় আমরা তা করব। 

এদিকে যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এছাড়া মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্ডকম) প্রধান জেনারেল মাইকেল কুরিলা এ বিষয়ে আলোচনা করতে ইসরায়েলে অবস্থান করছেন। 

গত মঙ্গলবার ইরানের চালানো ১৮০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তাসমিম

×