ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

শয়তানের পূজা করতে গিয়ে গ্রেপ্তার ২৬০ 

প্রকাশিত: ১৬:৪১, ১৮ মে ২০২৪

শয়তানের পূজা করতে গিয়ে গ্রেপ্তার ২৬০ 

২৬০ জন শয়তান পূজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

শয়তানের পূজা করার জন্য ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলের একটি এলাকায় জমায়েত হয়েছিলেন প্রায় ৩০০ মানুষ। সেখানে অভিযান চালিয়ে ২৬০ জন শয়তান পূজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন ইউরোপীয়।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম গতকাল শুক্রবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে ১১৫ জন নারী।

এর আগে ইরানের ইসলামী ড্রেস কোড না মানায় বেশ কয়েকজন নারীকে গ্রেপ্তারের জন্য মাঠে নামে নিরাপত্তাবাহিনী। তাদের গ্রেপ্তারের এই অভিযানের সময়ই এসব শয়তানের পূজারির দেখা পায় তারা। ইরানে মদপান ও শয়তানের পূজা নিষিদ্ধ। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে শয়তানের পূজা ছাড়া অন্য কোনো অভিযোগ দেখাতে পারেনি পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে সম্মোহনের ড্রাগস জব্দ করা হয়। তাসনিম নিউজে এ সংক্রান্ত অনেক ছবি প্রকাশ করা হয়েছে, যাতে শয়তানের পূজার বিভিন্ন আলামত দেখা যায়।  

এর আগে, ২০০৯ সালে শয়তানের পূজা, মদ ও রক্তপানের অভিযোগে ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়। আর ২০০৭ সালে একই ধরনের অভিযোগের ভিত্তিতে তেহরান থেকে গ্রেপ্তার হয় ২৩০ জন।  

 

এবি

×