ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ইরানের প্রবীণ ধর্মীয় নেতা কাশানির মৃত্যু

প্রকাশিত: ২১:০১, ৩ মার্চ ২০২৪

ইরানের প্রবীণ ধর্মীয় নেতা কাশানির মৃত্যু

আয়াতুল্লাহ কাশানি

ইরানের প্রবীণ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কাশানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। রবিবার তিনি হার্ট অ্যাটাকে মারা যান। আয়াতুল্লাহ কাশানি ছিলেন তেহরানের জুমার নামাজের অন্তর্বর্তীকালীন নেতা। এ ছাড়া দেশটির অ্যাসেম্বলির বিশেষজ্ঞ দলের একজন সদস্য ছিলেন আয়াতুল্লাহ কাশানি। দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচন ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে এই বিশেষজ্ঞ দলটি। খবর ইরনার।

১৯৩১ সালের ৩ অক্টোবর জন্মগ্রহণ করেন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কাশানি। সে হিসাবে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। প্রবীণ এই আলেম তেহরানের শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয়েরও প্রধান ছিলেন। তিনি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে বিজয়ের পরে বিভিন্ন ধর্মীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

×