
কালজয়ী মডেল ৭৪৭ এর উৎপাদন বন্ধ করছে বোয়িং
কালজয়ী মডেল ৭৪৭ এর উৎপাদন বন্ধ করছে বোয়িং। মঙ্গলবার এই মডেলের সর্বশেষ বিমানটি পাবে আটলাস এয়ার। ষাটের দশকে বিমানযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিল ‘কুইন অব স্কাইস’ হিসেবে পরিচিত এই বিমান। এই মডেলের বিমানের উৎপাদন বন্ধ করার পর এবার তাদের বহরে যুক্ত হবে নিখুঁত টুইনজেট প্লেন। ষাটের দশকে বিশ্বজুড়ে মানুষের বিমান ভ্রমণ প্রবণতা বাড়তে থাকলে প্রয়োজন দেখা দেয় বিশালাকার উড়োজাহাজের।-এএফপি