ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

আদানিকে টপকে ফের ভারতীয় শীর্ষ ধনী মুকেশ আম্বানি

প্রকাশিত: ১৫:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২৩

আদানিকে টপকে ফের ভারতীয় শীর্ষ ধনী মুকেশ আম্বানি

গৌতম আদানি এবং মুকেশ আম্বানি

ভারতের মধ্যে শীর্ষ ধনীর স্থান ফের দখল করলেন মুকেশ আম্বানি। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকায় ভারতীয় ধনীদের মধ্যে আজ বুধবার (১ ফেব্রুয়ারি) তিনি সবার ওপরে আছেন। ফলে গৌতম আদানিকে টপকে ভারতীয় শীর্ষ ধনী এখন মুকেশ আম্বানি।  

ফোর্বসের তথ্যানুসারে, রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৮৪.৩ বিলিয়ন ডলার। এই সম্পদ নিয়ে তিনি শুধু ভারত নয়, পুরো এশিয়ার শীর্ষ ধনী এখন। আর পুরো বিশ্বের ধনীদের মধ্যে তিনি আছেন নবম অবস্থানে।

৮৪.১ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বসেরা ধনীদের তালিকায় দশম অবস্থানে নেমে গেছেন গৌতম আদানি। হিনডেনবাগ প্রতিবেদনের জেরে গত সপ্তাহে আদানি গোষ্ঠীর বিভিন্ন কোম্পানির শেয়ার দরে ধস নামে।

প্রতিবেদনের পর এক দিনেই আদানি গ্রুপের বাজার মূলধন ১০ দশমিক ৮ বিলিয়ন ডলার বা ১ হাজার ৮০ কোটি ডলার কমে যায়।

খবর- হিন্দুস্তান টাইমসের।
 

টিএস

×