ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

পশ্চিমা দেশগুলোর কাছে দ্রুত আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি

প্রকাশিত: ১৩:০৭, ৩১ জানুয়ারি ২০২৩

পশ্চিমা দেশগুলোর কাছে দ্রুত আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন।   আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার চেষ্টা অব্যাহত রয়েছে। দোনেৎস্কে রুশ বাহিনীর অব্যাহত হামলার ফলে পরিস্থিতি খুবই জটিল। এ পরিস্থিতিতে আরও অস্ত্র দরকার বলে জানান তিনি। 

রবিবার রাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, যুদ্ধকে টেনে নিয়ে আমাদের বাহিনীকে নিঃশেষ করে দিতে চায় রাশিয়া। এ কারণে আমাদের অস্ত্র নিশ্চিত করতে হবে। আমাদের কর্মসূচি ও অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করার পাশাপাশি ইউক্রেনের জন্য নতুন অস্ত্র পাওয়ার দ্বার উন্মোচন করতে হবে। পরিস্থিতি খুবই জটিল। দোনেৎস্ক অঞ্চলের বাখমুত, ভুহলেদার ও অন্য সেক্টরগুলোতে রাশিয়ার মুহুর্মুহু হামলা চলছে। 

কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ ইউক্রেনে অত্যাধুনিক ট্যাঙ্ক পাঠানোর বিষয়ে সম্মত হয়। তবে রাশিয়াকে রুখতে ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাঙ্ক সরবরাহের ঘোষণা দেওয়া হলেও কোনো অবস্থাতেই যুদ্ধবিমান দেওয়া হবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। 

এদিকে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ইউক্রেনে আক্রমণ শুরু করার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন তাঁকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন। এক 'অস্বাভাবিক' ফোন কলে পুতিন তাঁকে এ হুমকি দিয়ে বলেছিলেন, এটা করতে মাত্র এক মিনিট লাগবে।

খবর সিএনএন ও আলজাজিরার।
 

টিএস

monarchmart
monarchmart