ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

৫০ জন যাত্রী নিয়ে বিমান নিখোঁজ!

প্রকাশিত: ১৪:১৪, ২৪ জুলাই ২০২৫

৫০ জন যাত্রী নিয়ে বিমান নিখোঁজ!

৫০ জন যাত্রী নিয়ে বিমান নিখোঁজ

রাশিয়ায় ৫০ জন যাত্রী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। বিমানটি যখন নিখোঁজ হয়, তখন সেটি তিনদা শহরের খুব কাছাকাছি অবস্থানে ছিল

বৃহস্পতিবার (২৪ জুলাই) চীন সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের তিনদা শহরের কাছে পৌঁছানোর পর রাডার থেকে উধাও হয়ে যায়।

স্থানীয় জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের বরাতে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক বিমান সংস্থা আঙ্গারা পরিচালিত এএন-২৪ মডেলের বিমানটি গন্তব্যে পৌঁছানোর ঠিক আগে রাডার থেকে হারিয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়, বিমানটি যখন নিখোঁজ হয়, তখন সেটি তিনদা শহরের খুব কাছাকাছি অবস্থানে ছিল। এখনো পর্যন্ত বিমানের কোন ধ্বংসাবশেষ বা অবস্থান শনাক্ত করা যায়নি। বিমান নিখোঁজের ঘটনায় রাশিয়ার অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থাপনা ও উদ্ধারকারী বাহিনী জরুরি ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৫ জন শিশু এবং ৬ জন ক্রু সদস্য রয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ওরলভ।

সিএনএন

তাসমিম

×