ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

হার্ট অ্যাটাকের অজানা লক্ষণ: বাথরুমে যাওয়ার তীব্র তাড়া হতে পারে হার্ট অ্যাটাকের পূর্বাভাস!

প্রকাশিত: ২১:০৫, ১১ জুলাই ২০২৫; আপডেট: ২১:০৭, ১১ জুলাই ২০২৫

হার্ট অ্যাটাকের অজানা লক্ষণ: বাথরুমে যাওয়ার তীব্র তাড়া হতে পারে হার্ট অ্যাটাকের পূর্বাভাস!

ছবিঃ সংগৃহীত

হার্ট অ্যাটাকের কথা শুনলেই আমাদের মাথায় ভেসে ওঠে বুকে প্রচণ্ড ব্যথা, শরীরে ঘাম, শ্বাসকষ্ট বা বাঁ হাত অবশ হয়ে যাওয়া—এগুলোই সাধারণত পরিচিত লক্ষণ। কিন্তু এমন একটি উপসর্গ রয়েছে, যা অধিকাংশ মানুষ জানেই না। এমনকি একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞও নিজের ক্ষেত্রে এই লক্ষণটি চিনতে পারেননি—তা হলো, হঠাৎ বাথরুমে যাওয়ার তীব্র তাড়া।

হার্ট অ্যাটাক: একজন চিকিৎসকের অভিজ্ঞতা
৬৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হন ডা. উইলিয়াম উইলসন। প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি—"এটা আমার সঙ্গে হতে পারে না।" নিজের অভিজ্ঞতা শেয়ার করে ডা. উইলসন বলেন, “এটা ছুরি দিয়ে কাটার মতো ব্যথা ছিল না। বরং বুকের ভেতরে একটি চেপে ধরার মতো অস্বস্তিকর অনুভূতি ছিল।” এর সঙ্গে হঠাৎ ঘাম ঝরছিল তাঁর শরীরে।

তবে তিনি যা শেয়ার করেছেন, তা অনেকেই জানেন না। তিনি বলেন, “হার্ট অ্যাটাকের সময় অনেকেরই হঠাৎ করে বাথরুমে যাওয়ার প্রবল তাড়া অনুভূত হয়। আমি নিজেও জিমে থাকা অবস্থায় তেমনটাই অনুভব করি।”

হঠাৎ বাথরুমে যাওয়ার তাড়া কেন হয়?
হার্ট অ্যাটাকের সময় শরীর প্রবল চাপ বা স্ট্রেস মোডে চলে যায়। হার্ট তখন ঠিকভাবে কাজ করতে পারে না, অক্সিজেনের অভাব ঘটে এবং অটোনমিক নার্ভ সিস্টেম সক্রিয় হয়ে ওঠে—যেটি শরীরের অজ্ঞান স্নায়ু যেমন পরিপাক ও মূত্রতন্ত্র নিয়ন্ত্রণ করে।

এই অবস্থায় শরীর 'বেঁচে থাকার' লড়াইয়ে কিছু অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে সরিয়ে নেয়—যেমন হজম বা মূত্র নিয়ন্ত্রণ। ফলে হঠাৎ করে মলত্যাগ বা মূত্রত্যাগের তীব্র তাড়া অনুভূত হতে পারে।

এই উপসর্গটি বিভ্রান্তিকর। অনেকেই ভেবে বসেন এটি ফুড পয়জনিং বা অ্যাংজাইটি। ফলে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয় এবং তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞের সতর্কবার্তা
সিবিয়া মেডিকেল সেন্টারের পরিচালক এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস.এস. সিবিয়া বলেন, “বাথরুমে যাওয়ার তাড়া হার্ট অ্যাটাকের পরিচিত বা সাধারণ লক্ষণ নয়। কিছু ক্ষেত্রে বাথরুমে চাপ প্রয়োগে রক্তচাপ ও হার্টরেট কমে যেতে পারে—যা আগে থেকেই হৃদরোগে আক্রান্ত রোগীর জন্য বিপজ্জনক।”

তিনি আরও বলেন, “হার্ট অ্যাটাকের প্রকৃত ও স্বীকৃত লক্ষণগুলো হলো—বুকব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, চোয়াল বা হাতে ব্যথা ছড়িয়ে পড়া। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।"

সতর্ক থাকুন, সচেতন হোন
তীব্রভাবে বাথরুমে যাওয়ার ইচ্ছা যদি বুকের চাপ, অস্বস্তি, ঘাম, মাথা ঘোরা বা বমিভাবের সঙ্গে একসঙ্গে হয়, তাহলে তা অবহেলা করবেন না। মনে রাখবেন, অনেক সময় হার্ট অ্যাটাক "টিপিক্যাল" লক্ষণ ছাড়াও দেখা দিতে পারে।

একটি বার্গার নয়, হতে পারে হার্ট—সতর্ক হোন এই অজানা সংকেতের বিষয়ে। সময়মতো ব্যবস্থা নিলে জীবন বাঁচানো সম্ভব।

সূত্রঃ https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/the-heart-attack-symptom-no-one-talks-about-even-a-cardiologist-didnt-see-it-coming-heres-the-sign-he-missed/articleshow/122380870.cms

ইমরান

×