ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১২

প্রকাশিত: ১৮:৫৫, ২৫ জানুয়ারি ২০২৩

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী। ফাইল ছবি।

সারাদেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২ জন।  এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বুধবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার ২৯ জন এবং ঢাকার বাইরে ২৯ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৫১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৪৫ জন এবং ঢাকার বাইরে ২৭০ জন। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।
 

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×