ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

ডেঙ্গুতে আরো ১৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২৩

প্রকাশিত: ২১:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ডেঙ্গুতে আরো ১৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। ফাইল ছবি।

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৩ জনে।

এ ছাড়া, নতুন করে আরো ৩ হাজার ১২৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮৮১ জনে।


মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যুবরণ করা ১৫ জনের মধ্যে রাজধানী ঢাকার ৫ জন এবং ১০ জন ঢাকার বাইরের। এ ছাড়া ভর্তি হওয়া ৩ হাজার ১২৩ জনের মধ্যে ঢাকায় ৭৭৪ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ৩৪৯ জন। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১০ হাজার ১৫৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ৩ হাজার ৫৮১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৬ হাজার ৫৭৫ জন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮২ হাজার ৭৮২ জন।

২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ওই বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়।

 

এম হাসান

×