ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

একটা প্রচন্ড গরম ধমকা হাওয়া এসে আমাদের এই অসম্পূর্ণ বিপ্লব সফল

ফজল মুহাম্মদ

প্রকাশিত: ২০:৩৬, ২২ জুলাই ২০২৫

একটা প্রচন্ড গরম ধমকা হাওয়া এসে আমাদের এই অসম্পূর্ণ বিপ্লব সফল

ছবি: সংগৃহীত

মুসলিম দুনিয়ার এক সময়ের নামজাদা মনীষী ইবনুল আরাবী আন্দালুসী রঃ বলেছেন যে "মানুষ বৃষ্টিতে ভিজলে তার ভেজা কাপড় বদল করে নতুন পোশাক পরিধান করে। আর যে মানুষ বা ঐ মানুষের গোষ্ঠী বা কবিলা কঠোর পরিশ্রম করে শরীরে ঘাম ঝরায় তারা অর্থনৈতিক ভাবে উন্নয়ন ঘটায়। পরিনামে ওদের আর্থিক ভাগ্য বদল হয়। আর যে জাতি বা কওম বা কবীলার লোকজন জুলুমবাজ শাসকদের  বিরুদ্ধে জীবন দিয়ে সংগ্রাম করে, রক্তের কুরবানী  দিয়ে থাকে ঐ জাতির গোটা ভাগ্য বদলে নয়া ইতিহাস  সৃষ্টি করে  নব জাগরণের ঢেউ তোলে।
জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণ তরুণী সহ বিভিন্ন পেশার মানুষ তাদের জীবন দিয়েছেন। শহীদ হয়েছেন। জখম হয়েছেন। আহত হয়েছেন। পংগুত্ব  বরণ করেছেন। তরুণী তার তরুণ স্বামীর শহীদী লাশ নিয়ে কান্না করেছেন। শিশুরা শহীদ হয়েছেন। খেটে খাওয়া মানুষও অকাতরে জীবন দিয়ে  গেছেন।

ঐসব অসংখ্য  হাজারো  মানুষের  রক্তের সাথে  বেঈমানী  করে, আমাদের  এলিট  শ্রেণী, আমাদের কথিত সূশীল সমাজ আর আমাদের  রাজনৈতিক  দলের  অধিনায়ক রাজনৈতিক দলের  নেতারা  যদি শুধু মাত্র  মসনদে যাবার  লোভের  বশবর্তী  হয়ে; এখনও  রাজনৈতিক ময়দান গরম রাখেন; তাহলে আপনারা মনে রাখুন অথবা আজকের তারিখ দিয়ে  লিখে রাখুন; আরো  একটা  প্রচন্ড  গরম  ধমকা হাওয়া  এসে; আমাদের  ঐ অসম্পূর্ণ  বিপ্লব সফল করবে। খুনের সুষ্ঠু বিচার করুন।  আদালতে  সুবিচার  নিশ্চিত করার আইন প্রণয়ন করুন। 

লেখক: কানাডা  প্রবাসি সাংবাদিক

শিহাব

×