ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-নেপাল সম্পর্কের ৫০ বছরে ঢাকায় শিল্প-সংস্কৃতি উৎসব 

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬:২৮, ১৩ মার্চ ২০২৩

বাংলাদেশ-নেপাল সম্পর্কের ৫০ বছরে ঢাকায় শিল্প-সংস্কৃতি উৎসব 

বাংলাদেশ-নেপাল শিল্প-সংস্কৃতি উৎসবের সংবাদ সম্মেলন

বহু জাতি, বহু সংস্কৃতি ও বহু ভাষার দেশ নেপালের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হয়েছে ইতোমধ্যেই৷ সেই সম্পর্কের জেরে দু'দেশের মধ্যে যে ভাষাগত, সাংস্কৃতিক ও রাজনৈতিক বন্ধন গড়ে উঠেছে তা উদযাপনে মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হচ্ছে শিল্প ও সংস্কৃতি উৎসব৷ 

মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬ টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ উৎসব উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি৷ 

বাংলাদেশ- নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে পাঁচ দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী আসরে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যান ভান্ডারী, একুশে পদকপ্রাপ্ত শিল্পী হামিদুজ্জামান খান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। 
সোমবার দুপুরে শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা৷ এসময় উপস্থিত ছিলেন ঢাকায় নেপাল দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন ললিতা সিলওয়াল, বাংলাদেশ- নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির সাধারণ সম্পাদক সালাউদ্দীন টুকু।

টুকু জানান, একই ভেন্যুতে বুধবার সন্ধ্যার সাংস্কৃতিক আয়োজনে অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ৷ এদিন সকাল ১১ টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে নেপাল ও বাংলাদেশের সম্পর্কের নানা অধ্যায় নিয়ে শিল্পকর্ম ও আলোকচিত্র প্রদর্শিত হবে৷ এ প্রদশর্নী চলবে শনিবার রাত ৮টা পর্যন্ত৷ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু৷ 

এ উৎসবে যোগ দিতে নেপালের প্রথিতযশা চিত্রশিল্পী, আলোকচিত্রশিল্পী, সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠকসহ ২০ জনের প্রতিনিধি দল ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন৷ 

নেপাল সপ্তম দেশ যারা বাংলাদেশের স্বাধীনতার পরপরই ১৬ই জানুয়ারি ১৯৭২ সালে বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৭৮ সালের ১৪ জানুয়ারি নেপালের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি সম্পাদিত হয়৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২১ সালের ২২ মার্চ বাংলাদেশ সফরে আসেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। তার ওই সফরের সময় বাংলাদেশ ও নেপালের মধ্যে পর্যটন ও সংস্কৃতি খাতে সহযোগিতা ও বিনিময় কর্মসূচিসহ চারটি চুক্তি স্বাক্ষরিত হয়৷ 
দুই দেশের মধ্যে শিল্প, সংস্কৃতি, সাহিত্য বিনিময়ের উদ্দেশ্যে ২০১৬ সালে বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি প্রতিষ্ঠিত হয়৷ প্রতিষ্ঠা পরবর্তী সময়ে এই সংগঠন দুই দেশের সাহিত্যকর্মের অনুবাদ, সাহিত্য সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে নিয়মিত৷

এমএস

×