ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

এবার আইটেম গার্ল হতে চান মন্দিরা চক্রবর্তী!

প্রকাশিত: ১৮:১৯, ১৫ জুলাই ২০২৫

এবার আইটেম গার্ল হতে চান মন্দিরা চক্রবর্তী!

নতুন প্রজন্মের সম্ভাবনাময় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী এবার নিজের ক্যারিয়ারে নতুন মোড় নিতে চলেছেন। গিয়াসউদ্দিন সেলিমের প্রশংসিত চলচ্চিত্র কাজল রেখা দিয়ে বড় পর্দায় অভিষেকেই নজর কেড়েছিলেন তিনি। প্রথম ছবিতেই অভিনয় গুণে প্রশংসা কুড়ান, দর্শকমহলে তৈরি হয় আগ্রহ। এরপর ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া তার দ্বিতীয় সিনেমা নীলচক্র। সেই ছবিও সমালোচক ও দর্শকের ভূয়সী প্রশংসা পায়। দুই সিনেমাতেই অভিনয় দক্ষতায় জায়গা করে নেন অনুরাগীদের হৃদয়ে।

চলতি সময়ে মন্দিরার হাতে রয়েছে একাধিক চলচ্চিত্রের প্রস্তাব। তবে এবার তিনি একটু ভিন্ন ধরনের কাজের দিকে ঝুঁকছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের আগ্রহ, ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। মন্দিরা জানান, কাজ নিয়ে এখন তার প্রতিটি মুহূর্ত কাটে। তবে এবার তার ইচ্ছে মাশালা ঘরানার ছবিতে কাজ করার। শুধু অভিনয় নয়, তিনি এবার নাচের মাধ্যমে নিজের নতুন রূপে দর্শকের সামনে আসতে চান।

তার ভাষায়, “কাজ নিয়ে এখন আমার সকল ভাবনা। তবে আমি একেবারেই মাশালা টাইপের সিনেমায় কাজ করতে চাই। আমি নাচের মেয়ে। এখনও পর্যন্ত যেসব ছবিতে অভিনয় করেছি, সেভাবে নাচের প্রতিভা দেখানোর সুযোগ হয়নি। আমি যেমন পিওর রোমান্টিক গানে পারফর্ম করতে চাই, তেমনি আইটেম গানেও নিজেকে উপস্থাপন করতে চাই।”

নাচের প্রতি প্রবল ভালোবাসার কথা জানিয়ে মন্দিরা স্পষ্টভাবে বলেন, আইটেম গানেও পারফর্ম করার ইচ্ছে রয়েছে তার। তিনি মনে করেন, দর্শকদের বিনোদনের স্বার্থে এমন ঘরানার গানেও নিজেকে প্রমাণ করার সুযোগ থাকা উচিত।

বর্তমানে মন্দিরার হাতে রয়েছে মোট সাতটি ছবির প্রস্তাব। যদিও এখনো কোনো ছবির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হননি তিনি। মন্দিরা জানান, “আমার কাছে সাতটি সিনেমার প্রস্তাব এসেছে। যার মধ্যে চারটি সিনেমায় শরিফুল রাজকে নায়ক হিসেবে ভেবেছেন পরিচালক। বাকি তিনটি সিনেমাতেও রয়েছে প্রথম সারির দুইজন নায়ক। তবে আমি ভেবে-চিন্তেই সিদ্ধান্ত নেব।”

সিনেমা নিয়ে তার স্বপ্ন অনেক বড়। মন্দিরা জানালেন, এখন তিনি কেবল গল্প, চরিত্র ও নিজেকে নতুনভাবে উপস্থাপন করার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। নতুন রূপে দর্শকের সামনে নিজেকে প্রমাণ করাই এখন তার প্রধান লক্ষ্য।

আফরোজা

×