
পদ্মভূষণ গ্রহণের পর দিল্লি থেকে চেন্নাই ফেরার পথে আহত হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। মঙ্গলবার (৩০ এপ্রিল) তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, তিনি পায়ে আঘাত পেয়েছেন।
ইন্ডিয়া টুডে সূত্রে জানা গেছে, চেন্নাই বিমানবন্দরে ভক্তদের প্রচণ্ড ভিড়ের মধ্যে চাপা পড়েন অজিত। ভিড় সামলাতে গিয়ে তিনি আঘাত পান। তবে পরিস্থিতি সত্ত্বেও তিনি ভক্তদের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ করেন ও ছবি তোলায় অংশ নেন। ঘটনার সময় অজিতের স্ত্রী শালিনী এবং দুই সন্তানও তার সঙ্গে ছিলেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, ভিড়ের মধ্যে পড়ে গিয়েছেন অজিত। পরে ধাক্কাধাকির ধকল সামলাতে না পেরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে কিছু সূত্র জানিয়েছে, এটি শুধু একটি রুটিন চেকআপও হতে পারে। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, অজিত কুমার ২৮ এপ্রিল ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মভূষণ’ গ্রহণ করেন। তিন দশকের বেশি সময় ধরে সিনেমায় তার অসাধারণ অবদানকে স্বীকৃতি জানিয়ে এই সম্মান দেওয়া হয়। এ বছর তার সঙ্গে একই সম্মাননা পেয়েছেন অভিনেতা নন্দামুরি বালাকৃষ্ণাও।
রাজু