ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

‘টোনাটুনির সংসার’-এ মোশাররফ করিম-তানিয়া বৃষ্টি

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬, ১৪ মার্চ ২০২৫

‘টোনাটুনির সংসার’-এ মোশাররফ করিম-তানিয়া বৃষ্টি

.

গুণী নাট্যনির্মাতা সৈয়দ শাকিলের পরিচালনায় ‘টোনাটুনির সংসার’ নাটকে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় একেবারেই একটি ভিন্ন ধরনের গল্পে তারা দু’জন স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। এরইমধ্যে রাজধানীর অদূরে পূবাইলের চটের আঁগা শূটিং হাউসে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। পরিচালক সৈয়দ শাকিল জানান, ‘টোনাটুনির সংসার’ নাটকটি আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের পর ‘বিন্দু ভিশন’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে। সৈয়দ শাকিলের পরিচালনায় এটা মোশাররফ করিমের দ্বিতীয় কাজ। তবে তানিয়া বৃষ্টি এর আগে সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘সম্র্রাট’, ‘প্রেম নগর’ এবং সর্বশেষ ‘দোলনাঘর’ (খণ্ড) নাটকে অভিনয় করেছেন। তবে সৈয়দ শাকিলের পরিচালনায় প্রথম একসঙ্গে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি ‘টোনাটুনির সংসার’ নাটকেই প্রথম অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দাম্পত্য জীবনে বেশ কয়েকবছর পর এসে স্বামী খেয়াল করে দেখল যে তার কোনোকিছুই স্ত্রীর ভালো লাগে না। কাপড় খাবার চলাফেরা অর্থাৎ স্বামীর সবকিছুতেই স্ত্রীর অসন্তুষ্টি। কীভাবে স্ত্রীর মনে আগের মতো ভালোবাসা ফেরানো যায় এবং সেই ভালোবাসা ফেরাতে গিয়ে এক নাটকীয় ঘটনা ঘটে। যথারীতি শাকিল ভাই ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন।

নিঃসন্দেহে তিনি গুণী নির্মাতা। শুরু থেকেই মনে হচ্ছিল যে বৃষ্টি খুব ভালো করবে, কারণ তার এক্সপেশন, তার কথা বলার যে স্বতঃস্ফূর্ততা, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই আসলে জানান দিচ্ছিল যে সে ভালো করবে। এখন ভালো করছে এবং চরিত্র বুঝেই সে অভিনয়টা বেশ ভালোভাবে করতে পারে।’ মোশাররফ ভাই আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা, সহশিল্পী। তিনি এত এত বিষয়ে জ্ঞান রাখেন যে শূটিং ছাড়া তার সঙ্গে আড্ডা দিতে পারলে আরও অনেককিছু শেখা যেত। শাকিল ভাই এমন একজন নির্মাতা তিনি জানেন তিনি কী চান, যে কারণে কাজটা খুব সহজ হয়ে যায়। টোনাটুনির সংসার-এর গল্পটাই চমৎকার। ভীষণ ভালো লেগেছে কাজটি করে। আশাবাদীও ভীষণ।’ সৈয়দ শাকিল জানান এর আগে তার পরিচালনায় মোশাররফ করিম ‘মিস্টিরিয়াস জার্নি’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। শীঘ্রই তাকে নিয়ে সৈয়দ শাকিল আরও বড় পরিসরে একটি কাজ করবেনও বলে জানালেন।

×