সম্পর্ক।
প্রয়াত কবি, অভিনেতা, নির্মাতা তারেক মাহমুদের কবিতা 'পুরনো বাসা ছেড়ে দেবার সময়' কবিতা অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন নির্মাতা জীবন শাহাদাৎ। গল্প প্রসঙ্গে নির্মাতা জীবন শাহাদাৎ বলেন, 'গল্পটি আমাদের জীবনের চলমান গল্প বলা যায়।
জীবন জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন বাস করা ভাড়া বাসা ছেড়ে যাবার সময় শুধুমাত্র ঐ বাসা ছেড়ে যাবার কষ্ট নয়, ঐ বাসা কেন্দ্রিক অনেকে সাথে গড়ে উঠা সম্পর্ক এমনকি গলির কুকুরদের সাথেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মায়া ছেড়ে যাবার বিচ্ছেদ বেদনা চিত্র তুলে ধরার চেষ্টা করেছি।'
শাহারিয়ার চয়নের সিনেমাটোগ্রাফিতে চলচ্চিত্রে মূখ্য ভূমিকায় জীবন শাহাদাৎ এর সাথে অভিনয় করেন তামান্না তাশফিয়া, ওয়ালিউর রহমান, সাজু আহমেদ, সাইফুল টিটু। চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। উল্লেখ্য এর আগে জীবন শাহাদাৎ এর চলচ্চিত্র 'ছাদবাগান' ও 'নেমপ্লেট' সিনেমা দেশে বিদেশে প্রশংসিত ও আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করেছে।
চলচ্চিত্রে একটি বিশেষ ভূমিকায় থাকছেন ওপার বাংলার অভিনেতা সুদীপ মুখার্জি।
রিয়াদ