ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

তাল গানে অসাধারণ সুরে আদিত্য, ফেসবুকে ভাইরাল ভিডিও

প্রকাশিত: ০২:১৮, ৩০ নভেম্বর ২০২৪; আপডেট: ০২:২০, ৩০ নভেম্বর ২০২৪

তাল গানে অসাধারণ সুরে আদিত্য, ফেসবুকে ভাইরাল ভিডিও

ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান আইডলের মঞ্চে আসতে চলেছেন খ্যাতনামা পরিচালক সুভাষ ঘাই। চ্যানেল কর্তৃপক্ষ সম্প্রতি এদিনের পর্বের একাধিক ক্লিপ প্রকাশ করেছে ফেসবুকে, যেখানে নেপোটিজম প্রসঙ্গে আদিত্য নারায়ণকে কটাক্ষ করা হয়। তবে এদিন সেই মন্তব্যের জবাব গানের মাধ্যমে দেন আদিত্য।

এদিনের পর্বে মানসী ঘোষ যখন মঞ্চে পারফর্ম করতে ওঠেন, তখন তিনি সুভাষ ঘাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন করেন, "আপনার কি মনে হয়, সত্যিই নেপোটিজম আছে?" এ প্রশ্নের উত্তরে সঞ্চালক আদিত্য নারায়ণ হাসতে হাসতে বলেন, “এক সেকেন্ড, আমি আগে স্টেজ থেকে চলে যাই।” এসময় পরিচালক সুভাষ ঘাই সাড়া দিয়ে বলেন, “আপনি নিজেই দেখুন, নেপোটিজমের ব্যাপারটা তো চলে গেছে, আর যারা নেপোটিজম ছাড়া শিল্পী হয়ে উঠেছেন (বিশাল দাদলানি ও বাদশাকে দেখিয়ে) তারা রয়ে গেছেন।”

এরপর মঞ্চে পারফর্ম করতে ওঠেন মিশমি বসু। তিনি "তাল" ছবির টাইটেল ট্র্যাক গেয়ে সবার মন জয় করেন। এরপর সুভাষ ঘাই প্রশংসা করে জানান, এই গানটির আসল পুরুষ কণ্ঠ আদিত্য নারায়ণের। এরপর অনুরোধের পর আদিত্য গানটি গেয়ে শোনান, যা শুনে মুগ্ধ হয়ে ওঠেন সকলেই। বিশাল দাদলানি এবং বাদশা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েন তাঁর গান শুনে।

নুসরাত

×