ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

১৯ বছরের ছোট ছেলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে আমিশা; প্রেমের গুঞ্জন

প্রকাশিত: ০৩:৩৭, ১৫ নভেম্বর ২০২৪

১৯ বছরের ছোট ছেলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে আমিশা; প্রেমের গুঞ্জন

ছবি: সংগৃহীত।

বেশ কিছু দিন ধরেই বলিউডে আলোচনার বাইরে ছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। তবে সম্প্রতি ‘গদার ২’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরে আসার পর আবারও তিনি সংবাদ শিরোনামে এসেছেন। তবে এবারের আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে তাঁর ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক।

বছরের পর বছর বলিউডে কাজ করলেও, সেভাবে কখনও প্রেমের গুঞ্জন শোনা যায়নি আমিশাকে নিয়ে। কিন্তু সম্প্রতি দুবাইয়ের শীর্ষ শিল্পপতি নির্বাণ বিড়লার সঙ্গে তাঁর বেশ কিছু অন্তরঙ্গ ছবি প্রকাশ্যে এসেছে, যা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। এক ছবিতে দেখা গেছে, নির্বাণ আমিশাকে নিজের বাহুডোরে আগলে রেখেছেন, এবং সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে আমিশা লেখেন, "আমার ডার্লিংয়ের সঙ্গে একটি সুন্দর সন্ধ্যা।" 

এদিকে, নির্বাণও পাল্টা মন্তব্য করেছেন, "ডার্লিং।" এই লেখাটি দেখে অনেকে মনে করছেন, কি গোপনে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন তাঁরা। 

এছাড়া, সঙ্গী নির্বাচনের বয়সের পার্থক্য নিয়েও নানা আলোচনা চলছে। যেখানে আমিশার বয়স ৪৯ বছর, নির্বাণের বয়স মাত্র ৩০ বছর। একে ঘিরে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছেন। কিছু শুভাকাঙ্ক্ষী অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেও, আমিশা এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

এই মুহূর্তে সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়লেও, অভিনেত্রী এর বেশি কিছু বলছেন না। তাই ভবিষ্যতে কি ঘটবে, সে বিষয় নিয়ে অনেকটাই অনিশ্চিত। তবে, তিনি নিজের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের মাঝে কীভাবে ভারসাম্য রাখবেন, তা সময়ই বলবে।

নুসরাত

×