ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

তৌহিদ আফ্রিদির প্রেমে মজেছিলেন দীঘি!

প্রকাশিত: ০১:২০, ৯ নভেম্বর ২০২৪

তৌহিদ আফ্রিদির প্রেমে মজেছিলেন দীঘি!

তৌহিদ আফ্রিদি ও দীঘি

গুঞ্জন আছে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন দীঘি।

বেশ কিছুদিন ধরেই তৌহিদ আফ্রিদি আর দীঘির প্রেম নিয়ে চর্চা চলছে নেটিজেনদের।  দীঘি স্পট করে জানিয়ে দিলেন তারা কেবল ভালো বন্ধু এর বেশি কিছু নয়। তৌহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে জবাবে দীঘি বলেন, আফ্রিদির সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না। সে সব সময় আমার ভালো বন্ধু। আর এখন সে চাপে আছে বা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে আমি তার সঙ্গে বন্ধুত্ব রাখব না, এমন নয়। আমি তার বন্ধু আছি, সব সময় থাকব।

অন্যদিকে, নতুন সিনেমা মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর। শুক্রবার (৮ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দীঘি অভিনীত ‘৩৬ ২৪ ৩৬’ নামে একটি সিনেমা। এটি ওয়েব সিনেমা হিসেবে নির্মিত হয়েছিল। কিন্তু সংশ্লিষ্টরা এটিকে প্রেক্ষাগৃহে মুক্তি দিচ্ছেন।

 প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২১ সালে দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা মাধ্যমে নায়িকা দীঘির অভিষেক হয়। এরপর তিনি ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাগুলোয় অভিনয় করেন।

সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘি। এদিন বিশেষ সম্মাননাও পান তিনি। সম্মাননা নিয়ে প্রতিক্রিয়া জানান গণমাধ্যমে।

ইসরাত

×