ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রাহায়ণ ১৪৩১

ফিরছেন কুসুম

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ০১:০৫, ১০ অক্টোবর ২০২৪

ফিরছেন কুসুম

কুসুম সিকদার

অবশেষে ফের সিনেমায় ফিরলেন অভিনেত্রী কুসুম সিকদার। আগামীকাল বড়পর্দায় মুক্তি পাচ্ছে তার ‘শরতের জবা’ ছবিটি । অভিনেত্রীর বাইরে এ সিনেমায় অভিষেক ঘটেছে একজন পাকা হাতের নির্মাতা আর প্রযোজকের। কারণ, একাধারে ছবিটির নির্মাতা ও প্রযোজক কুসুম নিজেই। গল্প-চিত্রনাট্যও তারই। যেন সব্যসাচী কুসুম! কুসুমের প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে ‘শরতের জবা’। নড়াইলের কালিয়া উপজেলায় পহরডাঙ্গা নামে একটি ইউনিয়ন আছে। সেখানে কুসুমের দাদাবাড়ি।

ছবিটির শূটিং হয়েছে সেখানেই। এ সিনেমার গল্প নিয়ে কুসুম সিকদার বলেন, সিনেমার গল্পটি আমি বেশ কয়েক বছর আগে একটি পত্রিকার জন্য লিখি। সে সময় অনেক পাঠকই এ গল্পে বেশ প্রশংসা করেন। পরবর্তীতে এ গল্পটি আবার আমার একটি বইয়ে অন্তর্ভুক্ত করি। তখনও পাঠকের কাছে এটি প্রশংসিত হয়। সবাই বলেছে এটির মধ্যে একটু অন্যরকম কিছু আছে। তারপর থেকে এটিকে পর্দায় তুলে ধরার জন্য ইচ্ছে পোষণ করি।’
দর্শক এ সিনেমা কেমন ভাবে নেবেন? এ প্রশ্নের উত্তরে কুসুম বলেন, এবারকার সিনেমা বড়পর্দার জন্য হয়নি বললেই চলে। অথবা হলেও এক/ দুটোর বেশি নয়। তবে আমি মনে করি এখন দর্শক এ ধরনের গল্পের সিনেমা বড়পর্দায় দেখতে চায়।’ প্রয়োজনায় আসা নিয়েও তিনি কথা বলেন। তার ভাষ্য, ‘আমার অনেকদিনের স্বপ্ন ছিল নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র তৈরি করার। অবশেষে সেটা পূরণ করতে যাচ্ছি। এ জন্য আমি খুব রোমাঞ্চিত।’
কুসুমের শোবিজে পথচলা ২০০২ সাল থেকে। এদিকে প্রায় আট বছর পর দর্শক তাকে সিনেমায় দেখবেন। ছবিটিতে কুসুমের সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারি, হাসনাত রিপন, জাহাঙ্গীরসহ অনেকে। পর্দায় ফেরা নিয়ে কুসুম বলেন, আট বছর পর দর্শক এ সিনেমার মাধ্যমে আমাকে চলচ্চিত্রে দেখবে। অনেকটা নিজের সঙ্গে চ্যালেঞ্জ নিয়েই কাজটি করেছি। এটির গল্পতে ভৌতিক, রহস্য ও রোমাঞ্চকর সবই আছে।’

এ অভিনেত্রীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০১৮ সালে। সে সময় তিনি হানিফ সংকেতের ‘শেষ অশেষের গল্প’ নাটকে অভিনয় করেন। এর আগে ২০১৬ সালে তাকে গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ সিনেমায় দেখা যায়। এতে তিনি ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের সঙ্গে পর্দা ভাগ করেন। এই ছবিতে অভিনয়ের জন্য কুসুম জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। কুসুম অভিনীত ‘গহীনে শব্দ’ ও ‘লাল টিপ’ সিনেমাটিও বেশ প্রশংসা কুড়ায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে কুসুম সঙ্গীতশিল্পী হিসেবেও পরিচিত। একক অ্যালবাম ‘তুমি আজ কত দূরে’ এবং একাধিক মিশ্র অ্যালবাম ও সিঙ্গেল গানে তার গায়কি শুনেছেন অনেকেই।

গায়িকা কুসুমকে ফের কবে পাওয়া যাবে? তিনি বলেন ‘নতুন একটি গান প্রস্তুত। নাম ‘মরীচিকা মায়া’। এটা মিউজিক্যাল ফিল্ম হিসেবে আসবে। মিউজিক ভিডিও বলছি না। কারণ, এর দৈর্ঘ্য প্রায় সাড়ে ৮ মিনিট। মিউজিক্যাল ফিল্ম হিসেবেই এটি বানানো হয়েছে। ‘শরতের জবা’র জন্য গানটির প্রকাশনা স্থগিত রেখেছি। ছবি মুক্তির কিছু দিনের মধ্যেই গানটিও প্রকাশ করব।

×