ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

দৃকে গণঅভ্যুত্থানের সাক্ষ্যবহ আলোকচিত্র প্রদর্শনী

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২৪

দৃকে গণঅভ্যুত্থানের সাক্ষ্যবহ  আলোকচিত্র প্রদর্শনী

দৃকে ‘বুক পেতেছি, গুলি কর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর ছবি দেখছেন দর্শনার্থীরা

বিস্তৃত পরিসরের প্রদর্শনালয়ের চারপাশের দেওয়ালে ঝুলছে আলোকচিত্রসমূহ। প্রতিটি ছবিতে ধরা দিয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানের নানা মুহূর্ত। সব মিলিয়ে ছবিগুলো পরিণত হয়েছে প্রতিবাদী আখ্যানে। তেমনই এক ছবিতে দেখা যায়, রাজধানীর শাহবাগ মোড়ে সমবেত হয়েছেন অগণন শিক্ষার্থী। তাদের অনেকের হাতেই উড়ছে লালসবুজের পতাকা।

কেউবা পতাকার কাপড়ে  আবৃত করেছেন কপাল। সকলেই হাত উঁচু করে স্লোগান দিচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে রয়েছে পুলিশি ব্যারিকেড। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টায় তৎপর শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী বাহার মিয়া। আরেকটি ছবিতে ফ্রেমবন্দি হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সময় পানি বিতরণ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারানো শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর  মুখচ্ছবি। ওই ছবির ওপর লেখা মানুষকে কাঁদানো মুগ্ধর সেই হৃদয়স্পর্শী কথাটিÑ ‘পানি লাগবে, পানি পাশের ছবিতেই  কোনো এক সড়কের ধারে পড়ে থাকতে দেখা যায় আন্দোলনরত এক শিক্ষার্থীকে। তাকে বাঁশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করছে এক আন্দোলনে বাধাদানকারী এক দুর্বৃত্ত। আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর মতো বর্বর পুলিশি অ্যাকশন দেখা যায় আরেকটি ছবিতে। একটি ফ্রেমে শিক্ষার্র্থীদের সামনে ভাষণরত অবস্থায় ধরা দিয়েছেন  কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। গণঅভ্যুত্থানের সাক্ষ্যবহ এসব ছবি নিয়ে রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে চলছে  প্রদর্শনী। শিরোনামবুক পেতেছি, গুলি কর

দৃকের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।  গত শুক্রবার দৃকপাঠ ভবনে প্রদর্শনীর উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার আন্দোলনে আহত এবং গুলিবিদ্ধ শিক্ষার্থীরা।

সময় উপস্থিত ছিলেন শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা বিবি আয়েশা, শহীদ সাংবাদিক হাসান মেহেদীর জীবনসাথী ফারহানা ইসলাম পপি, শহীদ ফারহান ফাইয়াজের খালা ফারজানা মুনমুন, আন্দোলনকারী শিক্ষার্থী শাহিনুর সুমি এবং গুলিতে আহত শিক্ষার্থী সাইফুদ্দিন মুহাম্মদ এমদাদ।বুক পেতেছি,গুলি করআলোকচিত্র প্রদর্শনীর জন্য দৃকেরসহ মোট ১১৫ আলোকচিত্রীর হাজারের অধিক কাজ জমা পড়ে। এর মধ্যে  মূল আয়োজনে  মোট ৪১ আলোকচিত্রীর জুলাই গণঅভ্যুত্থান সময়ের ১১৫টি আলোকচিত্র এবং ৯টি ভিডিও (স্ক্রিনগ্র্যাব) প্রদর্শিত হচ্ছে।  প্রদর্শনীর ছবিগুলোয় এসেছে গণঅভ্যুত্থানের নানা মুহূর্ত।

আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

 

×