
.
ঈদের দিন বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে রাত সাড়ে ৯টায় প্রচারের জন্য চট্টগ্রামেই নির্মিত হয়েছে ঈদ বিশেষ অনুষ্ঠান ‘তারার মেলা’। বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের ম্যানেজার নূর আনোয়ার রনজুর পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত এই তারার মেলাতেই গান রেকর্ডিং করেছেন এই প্রজন্মের জনপ্রিয় গায়িকা জিনিয়া জাফরিন লুইপা। লুইপা জানান, এই আয়োজনে তাকে তারই কণ্ঠের জনপ্রিয় গান ‘রঙ্গিলা হাওয়ায়’ গানটি গাইতে দেখা যাবে। লুইপা বলেন, বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ আয়োজন তারার মেলায় অংশ নিতে পেরে সত্যিই ভীষণ ভালো লাগল। কারণ আমরা বিটিভির যত অনুষ্ঠানে অংশ নিয়ে থাকি সবইতো আসলে ঢাকাতেই হয়, বিটিভির রামপুরা ভবনে। তো এবারের অভিজ্ঞতাটা একেবারেই ভিন্ন ছিল। চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার রনজু ভাইয়ের আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।
চট্টগ্রামে বসেও যে তিনি চমৎকার পরিকল্পনা করেন, এবারের ঈদের তারার মেলাই তার প্রমাণ। সময়টা দারুণ কেটেছে, আয়োজনও ছিল এক কথায় অসাধারণ। আশা করছি তারার মেলার এবারের আয়োজনও ভালো লাগবে। ধন্যবাদ রনজু ভাইসহ বিটিভির চট্টগ্রাম শাখার সবাইকে। উল্লেখ্য, ২০২১ সালের ৫ এপ্রিল লুইপার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লুইপা’তে ‘রঙ্গিলা হাওয়া’ গানটি প্রকাশ পায়। গানটি লিখেছেন সাংবাদিক এ মিজান। সুর সংগীত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক শওকত আলী ইমন। গানটির মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছিলেন আলমগীর হোসেন ও তানভীর আহমেদ। এতে মডেল হিসেবে কাজ করেছিলেন চিত্রনায়ক রোশান। এতে লুইপার সহশিল্পী ছিলেন শওকত আলী ইমন। ঈদের আগে লুইপার সর্বশেষ স্টেজ শো ছিল কুমিল্লাতে।