প্রিয়ন্তী, প্রকৃতি, শতদ্রু, অতশী, শুভজিৎ ইত্যাদি
গান আর কবিতার পঙক্তিমালায় বসন্তবরণ উদ্যাপন করে সুরস্মৃতি সংগীত একাডেমি। যদিও বসন্ত এসেছে কয়েকদিন হয়ে গেল। সম্প্রতি রাজধানীর মগবাজারে নিজস্ব মিলনায়তনে আয়োজিত বসন্তবরণ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলা বসে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা পরিবেশন করে ‘ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান’, ‘আহা কি আনন্দ’, ‘ভেঙে মোর ঘরের চাবি’সহ বেশকিছু গান।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রিয়ন্তী, প্রকৃতি, শতদ্রু, অতশী, শুভজিৎ, পার্থিব, অরনী, আরোহী, স্পর্শ, দেবলীনা, মৃত্তিকা, আলিফ, আন্দালীব, নিহান, আরুশ, কমলিকা, নয়ন, হৃদয়, সোনার তরী, কেকা, মৃত্তিকা, অবন্তিকা, শ্রীময়ী, ফ্লাভিয়ান।