ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

অ্যাকশনে সজল

এনআই বুলবুল

প্রকাশিত: ০১:০০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

অ্যাকশনে সজল

সজলে

গেল ২০ ফেব্রুয়ারি ছিল জনপ্রিয় অভিনেতা সজলের জন্মদিন। এ দিনে নতুন সিনেমার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিলেন অভিনেতা। ‘জীবনের খেলা’ শিরোনামের একটি সিনেমার শূটিং শুরু করবেন তিনি। প্রথমবারের মতো এতে তাকে পুরো অ্যাকশন নায়ক হিসেবে দেখা যাবে বলে জানান। এতে তার সঙ্গে পর্দায় জুটি বাঁধছেন সিন্ডি রোলিং। প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটার ব্যানারে চলচ্চিত্রটি পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ।

এটি ওয়ালিদ আহমেদের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তার নির্মিত ‘মেঘের কপাট’ গত বছরের নভেম্বরে সিনেমা হলে মুক্তি পায়। সিনেমাটি প্রসঙ্গে সজল বলেন, চলচ্চিত্রে আমি এমন সব চরিত্রে কাজ করতে চেয়েছি যেটা আগে করিনি বা করাটা আমার জন্য কঠিন এবং পরিশ্রমের। তাতে হয় নতুন কিছু তৈরি হবে অথবা আমি আরও শিখব। ভালো কাজের জন্য টিমের মধ্যে যে বন্ধন, বন্ধুত্ব ও বোঝাপড়া দরকার, সেটা পরিচালক ওয়ালিদ আহমেদের সঙ্গে আমার আছে।

দর্শক আমাকে নতুনভাবে পাবেন ‘জীবনের খেলা’ চলচ্চিত্রে।’ কেমন সে নতুন চরিত্র? প্রশ্নের উত্তরে তিনি বলেন, দর্শক আমাকে রোমান্টিক চরিত্রেই বেশি দেখে আসছে। তবে এ সিনেমাতে পুরো অ্যাকশন চরিত্রে অভিনয় করব। এরমধ্যে নায়িকার সঙ্গে কিছু রোমান্সও থাকবে। সেটা দর্শক গানে দেখতে পাবে।’ রোমান্টিক ও অ্যাকশন ঘরানার এই চলচ্চিত্রটিতে চিত্রনায়ক সজল ও চিত্রনায়িকা সিন্ডি রোলিং ছাড়াও অন্যান্য চরিত্রগুলোতেও অনেক চমক থাকবে বলে জানিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক ওয়ালিদ আহমেদ।

এ সময় ওয়ালিদ আহমেদ বলেন, ‘ভার্সেটাইল হিরো সজল এই সময়ে সবচেয়ে এক্সপেরিমেন্টাল আর্টিস্টদের একজন। একেক চলচ্চিত্রে তিনি একেক রূপে হাজির হচ্ছেন আর জয় করে নিচ্ছেন। তার সঙ্গে অ্যাকশন করার জন্য সিন্ডি রোলিংয়ের বিকল্প নেই। সিন্ডি আগেই তার সক্ষমতা দেখিয়েছেন। গান, গল্প আর অ্যাকশন মিলিয়ে দর্শকরা চলচ্চিত্র উপভোগ করবেন আমার বিশ্বাস।’ চিত্রনায়িকা সিন্ডি রোলিং বলেন, বাংলা চলচ্চিত্রে আমি অনেক রকম রোল করেছি।

কখনো অ্যাকশন, কখনো আইটেম সং, কখনো বা ভিলেন। এবার আরও বড় পরিসরে কাজ করা হবে। নায়ক সজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা আমার জন্য খুবই আনন্দের। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি ভাগ্যবান যে এমন একটা প্রজেক্টে গুণী পরিচালক ওয়ালিদ আহমেদ আমাকে যুক্ত করেছেন। প্রসঙ্গত, ‘জীবনের খেলা’ চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান, ইমরান, কনা, মেহবুবা কামাল, ঐশী এবং জেফরি ইকবাল। সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান, সজীব দাস ও নাভেদ পারভেজ। চলচ্চিত্রটি চলতি বছরের শেষ নাগাদ মুক্তি পেতে পারে বলে পরিচালক জানিয়েছেন।

×