ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

থিয়েটারে ৫০ পেরিয়ে আসাদুজ্জামান নূর

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ৩০ সেপ্টেম্বর ২০২৩

থিয়েটারে ৫০ পেরিয়ে আসাদুজ্জামান নূর

আসাদুজ্জামান নূর

দেশ বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর। আজ থেকে ৫০ বছরেরও বেশি সময় আগে অর্থাৎ ১৯৭২ সালে নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে মঞ্চে অভিনয় শুরু তার ‘তৈল সংকট’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। আজও ভক্ত দর্শক প্রতিনিয়ত তার অভিনয় দেখার আগ্র্রহ প্রকাশ করেন। আসাদুজ্জামান নূরের ভাষ্যমতে, ভালো স্ক্রিপ্ট না পেলে, চরিত্র মনের মতো না হলে তিনি অভিনয় করেন না। গল্প এবং চরিত্র পছন্দ হয়েছে বলেই হাসান আজিজুল হকের প্রবন্ধ অবলম্বনে ‘একাত্তর : করতলে ছিন্নমাথা’ সিনেমায় অভিনয় করছেন তিনি। বহু মঞ্চ নাটকে অভিনয় করেছেন। তবে মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন মাত্র দুটি। একটি ‘দেওয়ান গাজীর কিসসা’ ও অন্যটি ‘মোহনগরী’।

‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চে তিন শতাধিকবার মঞ্চায়িত হয়েছে বলে জানান নূর। কিছুদিন আগেও তিনি ‘রিমা-’ নামের একটি মঞ্চ নাটকে অভিনয় করেছেন। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশীষ সিনহা। এতে একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে আসাদুজ্জামান নূরকে। নাটকটি প্রযোজনা করেছে হৃৎমঞ্চ। স্বাধীনতা পদকপ্রাপ্ত অভিনেতা আসাদুজ্জামান নূর জানান, সিনেমার কাজ এরইমধ্যে শেষ হয়ে যাবে। আগামী নির্বাচনের আগে আর নতুন কোনো কাজে তাকে দেখা যাবে না। থিয়েটারে ৫০ পেরিয়ে এবং টিভি নাটক, সিনেমা নাটক প্রসঙ্গে আসাদুজ্জামান নূর বলেন, অভিনয় করতে তো ভালো লাগে। তবে নিয়মিত করা একটু কঠিনই বটে। একটা সময় ছিল যখন প্রবল ইচ্ছে ছিল সিনেমাতে অভিনয় করার।

কিন্তু আমার মতো যারা ছিলেন তাদের আসলে সিনেমাতে অভিনয় করার সুযোগ ছিল না। ফরীদি কমার্শিয়াল সিনেমাতে যুক্ত হয়েছিল। কিন্তু তার মতো করে দাঁড়াতে পারেনি। এখন কমার্শিয়াল সিনেমায় পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করা হচ্ছে। জীবনের এই পর্যায়ে এসে আমি নিজেই কিন্তু মাঝে মাঝে ভাবি যে আমি আসলে কী ! আমি কী শিল্পী, না কী রাজনীতিবিদ না কী সমাজ সেবক। না কী ব্যবসায়ী! তবে হ্যাঁ, অভিনয় করে কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা এমন একটা সময় পেয়েছি যখন একসঙ্গে একঝাক প্রতিভাবান মানুষ ছিল। একটা টিভিতে সীমাবদ্ধতা ছিল, দর্শকের আগ্রহ ছিল প্রবল। তারা মন প্রাণ দিয়ে নাটক উপভোগ করত। সেই সময়টাকে খুব মিস করি।