ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মৌমিতার কণ্ঠে বেগম আখতারের গান

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২, ২৬ মার্চ ২০২৩

মৌমিতার কণ্ঠে বেগম আখতারের গান

.

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌসি মৌমিতা এবার নিজের কণ্ঠে তুলে নিলেন বেগম আখতারের গাওয়া জনপ্রিয় গানজোছনা করেছে আড়ি এরই মধ্যে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। মৌমিতা বলেন, পরম শ্রদ্ধাভাজন শিল্পী বেগম আখতারের প্রতি শ্রদ্ধা রেখে তাকে উৎসর্গ করেই আমি গানটি কাভার করেছি। আমি জানি ভালো গাইতে পারিনি। কিন্তু ভালো গাইবার চেষ্টা ছিল আমার। গানটি ইউটিউবে প্রকাশের পর কেউ কেউ ভালো বলছেন, এটাই আমার প্রাপ্তি। এটা সত্যি গান নিয়ে আমার অনেক স্বপ্ন। জানি না সেই স্বপ্ন কতটুটুক পূরণ করতে পারব। তবে গানের জন্য আমি নিবেদিত। ২০১২ সালে মৌমিতা ভারতের হৃষিকেশ গাংগুদের কাছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল শেখেন। পরবর্তীতে ২০১৯ সালে ভারতের অন্যতমকিরানা ঘরানা শেখা অনুপ সিংয়ের কাছে। এভাবেই একটু একটু করে নিজেকে গানে সঠিকভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন মৌমিতা।

সাধারণত আধুনিক গান গজল গাইতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। ২০১৯ সালে মৌমিতা সানসিল্ক ডিভাসে প্রথম হন। তারপর লেইসফিতা ব্যান্ড গঠন করা হয় যা বাংলাদেশে প্রথম মেয়েদের পপ ভোকাল গার্ল ব্যান্ড ছিল। মৌমিতার প্রথম মৌলিক গান ছিলশরৎ হেমন্তে শীত বসন্তে এটি একটি দেশাত্মবোধক গান। গানটি লিখেছেন সুর করেছেন সামসুদ্দিন টগর। এটি বিটিভিতে শিশুশিল্পী হিসেবে গাওয়া হয়েছিল। পরবর্তীতে তার বাবা চঞ্চল মাহমুদের সুরে সামসুদ্দিন হাসুর লেখাআমার তানপুরাটা আর বাজেনা, বর্ণ চক্রবর্তীর সুরে নুরূল ফোরকানের লেখায়গোধূলি লগনে, বর্ণ চক্রবর্তীর কথা সুরেআনমনে, রাবেথ খানের কথায় হৃদয় খানের সুরেস্বপ্ন এখন আমার হাতে আনোয়ার হোসেন আদরের লেখা বর্ণ চক্রবর্তীর সুরেধন্য গানগুলো দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। আগামীতেও মৌমিতার নতুন কিছু মৌলিক গান প্রকাশ পাবে।

×