ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

এক সন্ধ্যায় শৌখিনের দুই নাটক

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২৩

এক সন্ধ্যায় শৌখিনের দুই নাটক

শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে

শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে শৌখিন থিয়েটারের দুই নাটক। একটি হচ্ছে দলের সপ্তম প্রযোজনা মনোজ মিত্র রচিত হামিদুর রহমান নির্দেশিতপ্রভাত ফিরে এসো’, অন্যটি সৈয়দ মুস্তফা সিরাজ রচিত এবং মো. আলমগীর নির্দেশিতজামাইবাবু

নাটক দুটিতে অভিনয় করেছেন হামিদুর রহমান পাপ্পু, শারমিন সুলতানা ঊর্মি, মো. আলমগীর, জাবেদ হামিদ আজমিরা কান্তা, ফারহানা হামিদ, আহমেদ মোস্তফা মামুন, জাবেদ হামিদ, সানোয়ার, সুমন, শাওন, শাকির, আরিয়ান, নয়ন, অধরা সহশ্রী।

monarchmart
monarchmart