ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে কাসিদা উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:০৬, ২৬ জুন ২০১৬

রাজধানীতে কাসিদা উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-ফিতর ও মাহে রমজান উপলক্ষে কাসিদা উৎসব হয় হাজারীবাগ পার্ক কমিউনিটি সেন্টারে শুক্রবার রাতে। প্রতিবছরের ধারাবাহিকতায় হামদর্দ ও ঢাকাবাসী আয়োজিত এ উৎসবে কাসিদা ছাড়াও ঈদের গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে কাসিদা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল বিভাগের ডীন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকাবাসী সংগঠনের উপদেষ্টা সাদেক হামিদ সাজু। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদাবকস, সহ-সভাপতি এ্যাডভোকেট কাবিনুল ইসলাম ভূঁইয়া, মহানগর কমিটির আহ্বায়ক লুৎফর হাসান বাবু ও সহ-সম্পাদক হুমায়ুন আহমেদ মন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাবাসীর সভাপতি ও জাতীয় ঈদ-উল-ফিতর পালন উদ্যাপন কমিটির আহ্বায়ক মোঃ শুকুর সালেক। সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বলেন, কাসিদা ঢাকাবাসীর একটি প্রাচীন ঐতিহ্য। এটি ঢাকার আধিবাসীদের নিজস্ব সংস্কৃতি। হারিয়ে যাওয়া কাসিদাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন খুবই গুরুত্ব বহন করে।
×