ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসছে চলচ্চিত্র ‘আদি’“

প্রকাশিত: ০৪:০৪, ২২ ডিসেম্বর ২০১৫

আসছে চলচ্চিত্র ‘আদি’“

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে ছোট পর্দার পরিচালকরাও বড় পর্দা তথা চলচ্চিত্র নির্মাণ করছেন। এদের বেশিরভাগই বাণিজ্যিক সাফল্য না পেলেও তাদের কার্যক্রম কিন্ত থেমে নেই। এরই ধারাবাহিকতায় এবার চলচ্চিত্র নির্মাণ করছে ছোট পর্দায় নিয়মিত পরিচালক তানিম রহমান অংশু। এ পর্যন্ত বেশ কিছু মিউজিক ভিডিও ও নাটক পরিচালনা করে হাত পাকিয়েছেন তিনি। এবার তিনি রোমান্টিক-এ্যাকশন ধাঁচের চলচ্চিত্র নির্মাণ করছেন। ‘আদি’ প্রযোজনা করছে ফ্যাটম্যান ফিল্মস। চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন এবিএম সুমন ও শায়লা সাবি। আরও আছেন শতাব্দী ওয়াদুদ। তিনি অবশ্য নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। পরিচালক জানান চলচ্চিত্রে রোমান্টিক গান থাকছে দুটি। এর মধ্যে একটির চিত্রায়ন হয়েছে বান্দরবানে। এতে অংশ নেন এবিএম সুমন ও শায়লা সাবি। আসিফ ইকবালের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন অদিত। কণ্ঠ দিয়েছেন দোলা ও অদিত। ‘দূরে যেও না’ শিরোনামের গানটি দর্শক দেখতে পাবেন ফার্স্টলুক মুক্তির কিছুদিন পর। প্রথম চলচ্চিত্র তাই পরিচালক তানিম রহমান অংশুর উত্তেজনা একটু বেশিই। দিনরাত শূটিং করছেন, অন্যদিকে এগিয়ে চলছে সম্পাদনাও। তৈরি হচ্ছে ফার্স্টলুক টিজার। ‘আদি’ চলচ্চিত্রে প্রথম ঝলক দেখা যাবে আরও দশদিন পর। এরই মধ্যে ফেসবুকে কাউন্টডাউন শুরু করেছেন পরিচালক। ‘আদি‘ চলচ্চিত্রের ৫০ ভাগের দৃশ্যধারণ শেষ হয়েছে। পুরান ঢাকার রথখোলায়ও কাজ চলছে। পরিচালক অংশু বলেন, প্রথম চলচ্চিত্র বলে কথা নয়, আমি পরিচ্ছন্ন কাজে বিশ্বাসী। চলচ্চিত্রটির জন্য খুব খাটছি। ফার্স্টলুক টিজারে চমক রাখছি। নাটক-টেলিছবি বানিয়ে দর্শকের মনে যে আস্থা তৈরি করেছি, চলচ্চিত্রাতেও সেটা ধরে রাখতে চাই। এ কারণেই ফার্স্টলুক টিজারে কোন অযতœ রাখতে চাই না। নিজের চলচ্চিত্রের গানের দৃশ্য ধারণেও নতুনত্ব রাখবেন বলে প্রতিশ্রুতি দিলেন।
×