ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বিনা টিউশন ফিতে জার্মানির ৬টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:০৮, ১১ জুলাই ২০২৫

বিনা টিউশন ফিতে জার্মানির ৬টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ!

ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন এখন শুধু স্বপ্ন নয়—বাস্তবতাও বটে। বিশেষ করে জার্মানির মতো উন্নত দেশ যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি নেই, সেখানে সেরা মানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এখন অনেকটাই সহজ। বর্তমান বিশ্বে যখন শিক্ষা খরচ প্রতিনিয়ত বাড়ছে, তখন জার্মানির এই উদার ও গুণগত শিক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য এক বিরাট আশীর্বাদ হয়ে উঠেছে।

এছাড়াও সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা-সংবাদ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে—নিচে বিস্তারিত আলোচনা করা হলো।


🎓 জার্মানির সাম্প্রতিক শিক্ষা সংক্রান্ত শীর্ষ খবর

জার্মানি তাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে দেশি ও বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন-ফ্রি শিক্ষার সুযোগ প্রদান করে। উভয় ধরনের শিক্ষার্থীরাই স্নাতক (UG) পর্যায়ে বিনা টিউশন ফিতে পড়াশোনা করতে পারেন এবং শুধু সামান্য সেমিস্টার ফি দিতে হয়। স্নাতকোত্তর (PG) শুধু টিউশন-ফ্রি প্রোগ্রামের জন্য শিক্ষার্থীরা নির্দিষ্ট কিছু সরকারি জার্মান বিশ্ববিদ্যালয় বেছে নিতে পারেন।

নিচে এমন কিছু সরকারি জার্মান বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া হলো, যারা দেশি ও বিদেশি উভয় শিক্ষার্থীদের জন্য বিনা টিউশন ফিতে শিক্ষা প্রদান করে:


১. টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ (TUM)
টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ (TUM) বিজ্ঞানের ও প্রকৌশলের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের জন্য বিখ্যাত, পাশাপাশি ব্যবসায় প্রশাসনের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। "QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬"-এর মতে এটি বিশ্বে ২২তম স্থানে রয়েছে। এর ‘এমপ্লয়ার রিপুটেশন (ER)’ স্কোর ৯৯.৭, যা প্রমাণ করে বিশ্বব্যাপী নিয়োগকারীরা এর গ্র্যাজুয়েটদের কতটা মূল্যায়ন করেন। ২০২৫ সালে TUM-এ আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ১৫,০৭৮ জন।


২. লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অব মিউনিখ (LMU Munich)
লুডভিগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অব মিউনিখ (LMU Munich) লাইফ সায়েন্স, চিকিৎসাবিজ্ঞান (১১টি প্রোগ্রাম), এবং প্রাকৃতিক বিজ্ঞান (৮টি প্রোগ্রাম) ভিত্তিক এক শক্তিশালী বিশ্ববিদ্যালয়। এছাড়াও এখানে মানবিক ও কলা বিভাগ এবং ব্যবসায় প্রশাসন সম্পর্কিত বিভিন্ন কোর্স ব্যবসায় হয়। ২০২৬ সালের QS হয় অনুসারে এটি ৫৮তম স্থানে এবং এমপ্লয়ার রিপুটেশন স্কোর ৯৫.৫। এখানে মোট ৩২টি মাস্টার্স প্রোগ্রাম রয়েছে।


৩. হুমবোল্ট ইউনিভার্সিটি অব বার্লিন
হুমবোল্ট ইউনিভার্সিটি অব বার্লিন ব্যবসা প্রশাসন, অর্থনীতি, কম্পিউটার বিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির প্রোগ্রাম প্রদান করে। এটি বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩০তম স্থানে রয়েছে এবং ২০২৫ সালের হিসাব অনুযায়ী এখানে শিক্ষার্থীর সংখ্যা ৬,১৫৪ জন।


৪. ইউনিভার্সিটি অব বন
ইউনিভার্সিটি অব বন প্রকৃতি বিজ্ঞান, গণিত, প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে বিস্তৃত ডিগ্রি প্রোগ্রাম প্রদান করে। ২০২৫ সালে এখানে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৪,৬২৯ জন এবং এটি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২০৭তম অবস্থানে রয়েছে।


৫. ইউনিভার্সিটি অব ফ্রেইবুর্গ
ইউনিভার্সিটি অব ফ্রেইবুর্গ বিভিন্ন বিষয়ে ব্যাচেলর অফ আর্টস (B.A.), ব্যাচেলর অফ সায়েন্স (B.Sc.) ও লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্সেসে মিলিত ডিগ্রি প্রদান করে। বিশ্ববিদ্যালয়টি মানবিক, প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল ও চিকিৎসা বিষয়ে বহু মাস্টার্স প্রোগ্রাম চালু রেখেছে। এটি বিশ্বে ২০৭তম স্থানে রয়েছে এবং ২০২৫ সালের হিসাব অনুযায়ী এখানে ৪,৬২৯ জন শিক্ষার্থী ভর্তি রয়েছেন।


৬. ইউনিভার্সিটি অব হামবুর্গ
ইউনিভার্সিটি অব হামবুর্গে জনপ্রিয় কিছু বিষয়ে যেমন ব্যবসা প্রশাসন, অর্থনীতি, কম্পিউটার বিজ্ঞান ও মনোবিজ্ঞান শেখানো হয়। এছাড়াও এখানে ৩০টি প্রোগ্রামে কলা ও মানবিক শাখার পাঠ্যক্রম চালু রয়েছে। এটি ১৯৩তম স্থানে রয়েছে এবং এর ১৪ শতাংশ শিক্ষার্থী আন্তর্জাতিক।


জার্মানির সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের জার্মান ভাষা জানতে হবে, কারণ সব বিশ্ববিদ্যালতেই শিক্ষাদানের প্রধান ভাষা জার্মান।

Mily

×