ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সিকৃবিতে ছাত্রী আন্দোলনের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপের আশ্বাস

আইনুল হক, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সি.কৃ.বি.

প্রকাশিত: ০৯:৪৬, ১৬ জুলাই ২০২৫

সিকৃবিতে ছাত্রী আন্দোলনের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপের আশ্বাস

ছবি: জনকণ্ঠ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সুহাসিনী দাস হলের নারী শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বানরের উৎপাতসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবিতে আন্দোলন করেছেন। প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা হলে ফিরে যান।

গতকাল রাত সাড়ে আটটা থেকে শতাধিক ছাত্রী তাদের হাতে থালা-বাসন নিয়ে হলের সামনে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। এ সময় তারা "তুমি কে আমি কে, বানর বানর", "হল কার, হল কার, বানরের বানরের" স্লোগান দিতে থাকেন।

আন্দোলনের খবর পেয়ে সিকৃবি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক এবং সুহাসিনী দাস হলের প্রভোস্ট। তারা শিক্ষার্থীদের সাথে তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলেন।

শিক্ষার্থীরা এসময় বানরের উৎপাত বন্ধ করা, হলের গেটের পাহারাদারদের অসদাচরণ বন্ধ করা, হেলথ কেয়ারে স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করা এবং হলে পর্যাপ্ত বিশুদ্ধ পানির সুব্যবস্থা নিশ্চিত করাসহ বেশ কিছু দাবি তুলে ধরেন। তারা জানান, আগামীকাল লিখিত আকারে তাদের দাবিগুলো প্রশাসনের কাছে জমা দেবেন।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী বলেন, "সরকার যা বরাদ্দ দিচ্ছে, আমরা সে অনুযায়ী সব সুবিধা দিচ্ছি। আমরা তোমাদের দাবিগুলো শুনতে এসেছি। সমস্যা সমাধানে আমরা ইতোমধ্যে বসেছি এবং আবারও বসবো।" তিনি শিক্ষার্থীদের লিখিত অভিযোগ জমা দেওয়ার আহ্বান জানান এবং খুব দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য আবারও তাদের সাথে বসার আশ্বাস দেন।

প্রশাসনের আশ্বাসের পর আন্দোলনরত ছাত্রীরা শান্তিপূর্ণভাবে হলে ফিরে যান।

মুমু ২

×