ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

দেশসেরার মুকুট হাতছাড়া যশোর বোর্ডের 

স্টাফ রিপোর্টার, যশোর

প্রকাশিত: ১৮:১২, ১০ জুলাই ২০২৫

দেশসেরার মুকুট হাতছাড়া যশোর বোর্ডের 

ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষায় পাসের হারে দেশসেরার মুকুট হাতছাড়া হলো যশোর বোর্ডের। চলতি বছর এসএসসি’র ফলাফলে যশোর বোর্ডের পাসের হার ৭৩ দশমিক ৬৯। আর ৭৭ দশমিক ৬৩ ভাগ পাসের হার নিয়ে দেশসেরার মুকুট দখল করেছে রাজশাহী বোর্ড। ফলে দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে যশোর বোর্ডকে।

গতবছরের তুলনায় এবছর যশোর বোর্ডে পাসের হার কমেছে ১৮ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ কমেছে ৫ হাজার ৩৫১। এবছর জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন; গতবছর এই সংখ্যা ছিল ২০ হাজার ৭৬১। 

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এ চিত্র উঠে এসেছে। বোর্ড কর্তৃপক্ষ বলছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের যথাযথ নজরদারি, যথাযথ মূল্যায়নের মাধ্যমে এই ফলাফল প্রস্তুত করা হয়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম জানান, এবছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২ হাজার ৩১৯ জন। পাসের হার ৭৩ দশমিক ৬৯ ভাগ। পাসের হারের এই ফলাফলে যশোর বোর্ড এবার দ্বিতীয় অবস্থানে রয়েছে। এবছর জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন। এদের মধ্যে ছাত্রী ৮ হাজার ৩৭২ ও ছাত্র ৭ হাজার ৩৮ জন।  

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, গতবছর (২০২৪ সালে) যশোর বোর্ডে মোট ১ লাখ ৬০ হাজার ৯২৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ৪৮ হাজার ৫৭৭ জন। পাসের হার ছিল ৯২ দশমিক ৩৩ ভাগ। পাসের হারের এই ফলাফলে যশোর বোর্ড এবার দেশসেরা অবস্থান ফিরে পেয়েছিল। এর আগে ২০২২ সালেও দেশসেরা হয়েছিল যশোর বোর্ড। এছাড়া গতবছর জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৭৬১ জন। এদের মধ্যে ছাত্রী ১১ হাজার ৪৩১ ও ছাত্র ৯ হাজার ৩৩০ জন।  

২০২৩ সালে যশোর বোর্ডে মোট ১ লাখ ৫৫ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ৩৪ হাজার ২১৩ জন। পাসের হার ছিল ৮৬ দশমিক ১৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৬১৭ জন। এদের মধ্যে ছাত্রী ১১ হাজার ৩৭০ ও ছাত্র ৯ হাজার ২৪৭ জন।  

যশোর বোর্ডের তথ্য অনুযায়ী, প্রতিবছরের মত এবারও যশোর বোর্ডে অন্য বিভাগের তুলনায় তাক লাগানো ফলাফল করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এবছর বিজ্ঞান বিভাগে মোট ৩৯ হাজার ৮৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৬ হাজার ১৭৭ জন। পাসের হার ৯০ দশমিক ৭৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৩৭৯ জন। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে আছে মেয়েরা। সর্বোচ্চ এ ফল অজর্নকারীদের মধ্যে ৬ হাজার ৮১৭ জন ছাত্রী ও ৬ হাজার ৫৬২ জন ছাত্র।
বোর্ডে পাসের হারে বিজ্ঞানের পরেই রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগ। এই বিভাগ থেকে ১৫ হাজার ৫৫০ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১২ হাজার ৩১১ জন। পাসের হার ৭৯ দশমিক ১৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৬৫৭ জন। এদের মধ্যে ছাত্রী ৪২৫ ও ছাত্র ২৩২ জন। 
মানবিক বিভাগ থেকে ৮৩ হাজার ৪৪৪ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৩ হাজার ৮৩১ জন। পাসের হার ৬৪ দশমিক ৫১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৭৪ জন। এদের মধ্যে ছাত্রী ১ হাজার ১৩০ জন, ছাত্র ২৪৪ জন।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন জানিয়েছেন, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের যথাযথ নজরদাবি এবং অভিভাবকদের সহযোগিতায় যশোর বোর্ড ভাল ফলাফল অর্জন করেছে। বিশেষ করে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের যথাযথ নজরদারি, যথাযথ মূল্যায়নের মাধ্যমে এই ফলাফল প্রস্তুত করা হয়েছে।

তবে গতবছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমে যাওয়ার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, জুলাই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সেই সময় সার্বিক শিক্ষা কার্যক্রমে যে ছেদ পড়েছিল, তার একটা প্রভাব পড়তে পারে। এছাড়া জুলাই আন্দোলন পরবর্তী সময়ে যথাযথভাবে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়নের মাধ্যমে এই ফলাফল অর্জিত হয়েছে।

সায়মা ইসলাম

×