
ছবি: সংগৃহীত
ফ্যাশন শুধু কাপড় নয়, এটা হচ্ছে শিল্প, স্টাইল, ব্যবসা ও সংস্কৃতির সম্মিলন। আর এই বিশাল ইন্ডাস্ট্রিতে সফল ক্যারিয়ার গড়তে চাইলে দরকার সঠিক শিক্ষা প্রতিষ্ঠান। Fibre2Fashion সম্প্রতি প্রকাশ করেছে ২০২৫ সালের বিশ্বসেরা ১০টি ফ্যাশন কলেজের তালিকা, যা ভবিষ্যতের ডিজাইনারদের তৈরি করছে গ্লোবাল স্টেজের জন্য।
১. ফ্যাশন ইনস্টিটিউট অব টেকনোলজি (FIT), নিউইয়র্ক
নিউইয়র্ক শহরের কেন্দ্রে অবস্থিত এই ইনস্টিটিউটটি শুধুমাত্র ডিজাইন নয়, বরং টেক্সটাইল, মার্কেটিং, প্রডাকশন, সব কিছুতে পারদর্শী শিক্ষার্থী তৈরি করে। FIT থেকে গ্র্যাজুয়েট হওয়া মানেই আপনি ফ্যাশনের মূলধারায় প্রবেশের জন্য প্রস্তুত।
২. পারসন্স স্কুল অব ডিজাইন, নিউইয়র্ক
মার্ক জ্যাকবস, ডোনা ক্যারেন ও আন্না সুইয়ের মতো ডিজাইনারদের গড়ে তোলা প্রতিষ্ঠান পারসন্স, যেখানে ইনোভেশন আর আর্ট মিলেই তৈরি হয় ফ্যাশনের ভবিষ্যৎ। এখানে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া হয় সীমা ভেঙে নতুন কিছু করতে।
৩. সেন্ট্রাল সেন্ট মার্টিন্স, লন্ডন
অ্যাভান্ট-গার্ড ডিজাইনের জন্য বিখ্যাত এই স্কুলটি লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত। অ্যালেকজান্ডার ম্যাককুইন ও স্টেলা ম্যাককার্টনি এখানকার প্রাক্তন শিক্ষার্থী।
৪.ইএসএমওডি, প্যারিস
১৮৪১ সালে প্রতিষ্ঠিত ইএসএমওডি, প্যারিস হচ্ছে পৃথিবীর অন্যতম পুরনো ও সম্মানজনক ফ্যাশন স্কুল। এখানে কৌশল, কারুকার্য ও ফরাসি শৈলী মিলেমিশে তৈরি করে বিশ্বমানের ডিজাইনার।
৫. লন্ডন কলেজ অব ফ্যাশন
ফ্যাশনের ব্যবসায়িক দিক এবং ডিজাইন—দুই দিকেই সমান গুরুত্ব দিয়ে গড়ে ওঠা এই কলেজ শিক্ষার্থীদের দেয় বাস্তবিক জ্ঞান ও লন্ডনের বৈচিত্র্যপূর্ণ ফ্যাশন কালচার।
৬. ইন্সটিটিউটো মারাঙ্গোনি, মিলান
ইতালির মিলানে অবস্থিত এই কলেজটি লাক্সারি ফ্যাশন, কট্যুর ডিজাইন এবং ইন্টারন্যাশনাল ফ্যাশনের সেরা মেলবন্ধন। মারাঙ্গোনির স্নাতকেরা বিশ্বের বহু বিখ্যাত ব্র্যান্ডে কাজ করছেন।
৭. বুনকা ফ্যাশন কলেজ, টোকিও
জাপানের ট্র্যাডিশনাল কারুকার্য ও আধুনিক টেক-ইনফ্লুয়েন্সড ফ্যাশনের মিশ্রণ হলো বুনকার শিক্ষা পদ্ধতি। এটি এশিয়ার অন্যতম প্রভাবশালী ফ্যাশন স্কুল।
৮. ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (NIFT), ভারত
ভারতের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও মর্ডান ফ্যাশনের সমন্বয়ে গড়ে ওঠা NIFT বর্তমানে গ্লোবাল ডিজাইন প্ল্যাটফর্মে নিজের জায়গা করে নিচ্ছে।
৯. রয়্যাল কলেজ অব আর্ট (RCA), লন্ডন
যেখানে আর্ট, ডিজাইন এবং এক্সপেরিমেন্টাল চিন্তাধারার মিলন ঘটে, সেখানে তৈরি হয় ভবিষ্যতের ট্রেন্ডসেটার। RCA থেকে এসেছে স্টেলা ম্যাককার্টনি, জিমি চু-এর মতো কিংবদন্তি।
১০. পলিমোডা, ফ্লোরেন্স
ফ্লোরেন্সের এই স্কুলটি ফ্যাশনের আর্টিস্টিক সাইড ও লাক্সারি কারুকার্যের উপর জোর দেয়। রেনেসাঁস ইতিহাসে ভরপুর শহরটি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার খনি।
মুমু ২