ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

২০২৪ সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ

প্রকাশিত: ১৭:৫৯, ২১ ডিসেম্বর ২০২৩

২০২৪ সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ

শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা

বাংলাদেশে সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগামী ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী বছর প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি থাকবে মোট ৬০ দিন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহায় ১৩ থেকে ২৩ জুন সাত দিন ছুটি পাবেন প্রাথমিক শিক্ষকরা। 

এছাড়াও পবিত্র রমজানসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, জুমাতুল বিদা, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, ঈদুল ফিতর, বৈষবি, চৈত্র সংক্রান্তি বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১২ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিন বন্ধ থাকবে।

এছাড়াও দুর্গাপূজা, ফাতেহা ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ১১ থেকে ১৭ অক্টোবর ৫ দিন, শীতকালীন অবকাশ ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষে ১২ থেকে ২৮ ডিসেম্বর ১০ দিন এবং প্রধান শিক্ষকের সংরক্ষিত ৩ দিনসহ মোট ৬০ দিন বন্ধ থাকবে।

চাঁদ দেখার ওপর ধর্মীয় উৎসবের ছুটি নির্ভর করবে। প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা/উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে ভোগ করা যাবে।
 

 

এসআর

×