ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

সালমান এফ রহমানের পদত্যাগের দাবিতে আইএফআইসি ব্যাংকে বিক্ষোভ

প্রকাশিত: ১৭:৫৬, ১১ আগস্ট ২০২৪

সালমান এফ রহমানের পদত্যাগের দাবিতে আইএফআইসি ব্যাংকে বিক্ষোভ

কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলেসহ বেক্সিমকোর সব পরিচালকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন ব্যাংকটির বর্তমান কর্মকর্তা ও বিভিন্ন সময়ে চাকরিচ্যুতরা। পাশাপাশি সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সরোয়ারের সময়ে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহালের দাবি জানানো হয়েছে।

রবিবার (১১ আগস্ট) রাজধানীর পল্টনে ব্যাংকটির প্রধান কার্যালয় প্রায় ২০০ শতাধিক ব্যক্তি এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনকারীরা বলেন, ‘আইএফআইসি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। তার লুটপাটের সহযোগী ছিলেন সাবেক এমডি এবং বর্তমান উপদেষ্টা শাহ এ সরোয়ার। শাহ এ সরোয়ার মানসিক চাপ তৈরি করে অনেক কর্মকর্তা-কর্মচারীরিকে পদত্যাগে বাধ্য করেন। যাদের অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহালের দাবি তোলেন তারা।’

এসময় তারা ৯ দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

১. মানসিক চাপ সৃষ্টি করে যেসব কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে তাদের অনতিবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে। যারা এরই মধ্যে চাকরির বয়স অতিক্রম করেছেন প্রমোশন ও ইনক্রিমেন্টসহ তাদের পাওনা পরিশোধ করতে হবে।

২. সাবেক এমডি (বর্তমান এডভাইজার) শাহ আলম সরোয়ার ও তার দোসরদের চাকরিচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে।

৩. যারা দীর্ঘদিন ধরে প্রমোশন পায়নি, তাদের উচ্চতর গ্রেডে প্রমোশন দিতে হবে।

৪. পারফরমেন্স বোনাস বাতিল করে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীদের বেসিক বেতনের অনুযায়ী বার্ষিক প্রফিট বোনাস দিতে হবে।

৫. বর্তমান আইন বাতিল করে কেন্দ্রীয় ব্যাংকের স্ট্যান্ডার্ড অনুযায়ী বার্ষিক পারফরমেন্স নির্ধারণ করতে হবে।

৬. লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাবীদের প্রমশন এবং প্রতি পাঁচ বছরে অন্তত একটি প্রমশন দিতে হবে।

৭. দুর্নীতির সঙ্গে যেসব নির্বাহী বা অফিসার জড়িত তাদের চাকরিচ্যুত করতে হবে।

৮. ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের ঋণ পূণঃতফসিল করা যাবে না। ঋণের সুদ মওকুফ করা যাবে না এবং খেলাপি ঋণ দ্রুত আদায়ের ব্যবস্থা করতে হবে।

৯. ব্যাংকে কর্মচারী-কর্মকর্তাদের মধ্যে যে ভয়ের সংস্কৃতি চালু রয়েছে তা দূর করতে হবে। ব্যাংকে স্বাধীন সার্ভিস তথা কর্মচারীবান্ধব করে গড়ে তুলতে হবে।

 

এম হাসান

×