ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

পেয়ারার প্রলোভন দেখিয়ে দুই বোনকে যৌন নির্যাতন

প্রকাশিত: ০৩:১৭, ৫ নভেম্বর ২০২৪

পেয়ারার প্রলোভন দেখিয়ে দুই বোনকে যৌন নির্যাতন

পেয়ারার প্রলোভন দেখিয়ে দুই বোনকে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেছে এক যুবক। ইতোমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের বীরভূমের লাভপুরে এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা নাগাদ পাঁচ বছরের দুই শিশু কন্যা লাভপুরে বাড়ির কাছেই খেলছিল। তারা সম্পর্কে তুতো বোন। ঠিক তখনই ইকরাম আলি নামে প্রতিবেশী যুবক তাদের ডাকে। পেয়ারা দেওয়ার কথা বলে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে যায়। অভিযোগ, সেখানে প্রথমে এক নাবালিকাকে উলঙ্গ করে গোপনাঙ্গ স্পর্শ করে অভিযুক্ত। তার পর আরেকজনকেও একইভাবে হেনস্তা করা হয়। এদিকে অনেকক্ষণ ধরে দুই খুদের দেখা না পেয়ে একজনের মা তাদের খুঁজতে বের হন। পরিত্যক্ত ওই বাড়িতে গিয়ে গোটা বিষয়টা নিজের চোখে দেখেন।

নালিশ করতেই পালটা অভিযুক্তের পরিবারের তরফে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এর পর নির্যাতিতাদের পরিবারের তরফে লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ইকরাম আলিকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত যুবককে আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। 

দুই নাবালিকার তরফে সরকারি আইনজীবী তপনকুমার দাস বলেন, অভিযুক্তের তরফে কোনও আইনজীবী না থাকায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ১৮ নভেম্বর ফের আদালতে পেশ করা হবে।

এম হাসান

×