ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন

প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহার দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

প্রকাশিত: ২১:৫০, ২৬ মে ২০২৪

প্রত্যয় পেনশন স্কিম  প্রত্যাহার দাবি

ঢাবির অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্তবৈষম্যমূলক প্রজ্ঞাপনপ্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। রবিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা সম্বলিত একটি স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের দাবিও জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক . নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক . জিনাত হুদার সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্য অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক . এম ওহিদুজ্জামান, টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক . শফিউল আলম ভূঁইয়া, দর্শন বিভাগের অধ্যাপক মোস্তফা কাউসার, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক . মামুন, শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক . মিজানুর রহমান, সাবেক প্রক্টর অধ্যাপক . গোলাম রব্বানীসহ অনেকে।

অধ্যাপক . নিজামুল হক ভূঁইয়া বলেন, আমাদের দাবি পূরণ না হলে আগামী ২৮ মে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একযোগে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন। সময়ের মধ্যে দাবি না মানা হলে আগামী জুন সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালসমূহের শিক্ষকরা একযোগে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন।

অধ্যাপক . জিনাত হুদা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কলম-বই নিয়েই ক্লাসরুমে থাকতে চায়। কিন্তু আরোপিত অন্যায় প্রজ্ঞাপনের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।

×