ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

বানরও স্মার্টফোন চালায়

প্রকাশিত: ০১:৩৭, ২৩ জানুয়ারি ২০২৩

বানরও স্মার্টফোন চালায়

.

প্রযুক্তির যুগ এখন। হাতে হাতে স্মার্টফোন। সেই স্মার্টফোন ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপে মগ্ন সবাই। বানরেরাও এবার সে তালিকায় এলো। প্রচলিত রয়েছে, বানরেরা মানুষের মতো আচরণ করে। মানুষের কাছ থেকে শেখে। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও সে কথাই নতুন করে প্রমাণ করেছে। ভারতের অরুণাচল রাজ্যের রাজনীতিবিদ ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরন রিজিজুর শেয়ার করা মজার একটি ভিডিওতে দেখা গেছে তিন বানর স্মার্টফোন নিয়ে ব্যস্ত।

ভিডিও শেয়ার করে কিরণ রিজিজু বলেছেন, এই প্রযুক্তি অবিশ্বাস্য স্তরে পৌঁছেছে। ভিডিওতে দেখা গেছে একজন ব্যক্তি স্মার্টফোন ধরে রেখেছেন। তিনটি বানর আগ্রহ নিয়ে ফোন স্ক্রল করছে। স্ক্রিনে তারা মগ্ন। সতর্কভাবে মনোযোগ দিয়ে মানুষের মতোই স্মার্টফোন স্ক্রল করে যাচ্ছে বানরেরা। বড় বানরটি যখন ফোন স্ক্রল করছিল, তখন আরেকটি ছোট বানর তার দিকে মনোযোগ ফেরাতে টানাটানি শুরু করে। শেয়ার হওয়া ওই ভিডিও ১৯ হাজারের বেশিবার দেখা হয়েছে। ৪০০-এর বেশি লাইক পড়েছে। লাইকের সংখ্যাও বাড়ছে। মন্তব্যের ঘরে ব্যবহারকারী ব্যক্তিরা হাসির ইমোজি দিয়েছেন। বানরেরা কীভাবে ফোনে আসক্ত হলো, তা নিয়ে অনেকেই মত দিয়েছেন। -এনডিটিভি অবলম্বনে

 

শীর্ষ সংবাদ:

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
দেশের ভাবমূর্তি আরো জোরদার করতে কাজ করুন: প্রধানমন্ত্রী
আমাদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, যুক্তরাষ্ট্রকে ওবায়দুল কাদের
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে ফের আবেদন
ফ্রিল্যান্সারদের রেমিট্যান্স থেকে দিতে হবে ১০ শতাংশ কর
দেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা
তামিম ইস্যুতে মাশরাফির ভিডিও প্রকাশ (ভিডিও)
আমদানি অনুমতির ১০ দিন, এখনও আসেনি ডিম
আওয়ামী ক্ষমতায় না থাকলে দেশ অন্ধকার যুগে ফিরে যাবে: প্রধানমন্ত্রী
তামিমের আচরণ বাচ্চাদের মতো: সাকিব
১৫ দিনের ব্যবধানে আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
রাষ্ট্রীয় ছুটির দিনে কলেজে পরীক্ষা, সর্বত্র সমালোচনা