ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কবিতা-

প্রকাশিত: ০১:৪৮, ২৫ নভেম্বর ২০২২

কবিতা-

.

নবান্নের ঘ্রাণ –সুলতানা শাহরিয়া পিউ    

সেই কবে আশ্বিনের শেষে করেছি জল্পনা
হেমন্তের সোনালি মাখবো বলে
শিশিরে ডোবাবো পা নিশ্চয় আঁধার ভোরে
ঘরে বেঁধে পারবে না রাখতে অহেতুক
কারণ সবাই তখন মাতাল ছোটে ক্ষেতের পানে;
নবান্নের গাইবো গান সমস্বরে- তখন কে কারে
চিনতে পারে! ও পাড়ার রিকশাওয়ালা হাঁক দিয়ে যায়
আকাশচিরে ‘ওরে আর যে দেড়ি নাইরে,’ অগ্রহায়ণ
যে এলো বলে ...


*


শূন্য দুহাত-সৈয়দ নূরুল আলম

যতবার দুহাত বাড়িয়েছি, ততবার তুমি আঁচলে ঢেকেছ মুখ, আগলে রেখেছ পথ।
তারপরেও ভেবেছি, তুমিও তো মানুষ, নিশ্চয় দুই চোখে চাইবে একদিন।
পাথরে ফুটবে ফুল। যদি সীমানা ছাড়িয়ে বহুদূর যাও
দেখবে অসীম শূন্যতা, সেখানে রূপ সৌন্দর্য বেচাকেনা হয় না,
সেখানে জল-হাওয়া কিচ্ছু নেই। তুমি একা, শূন্য দুহাত।

×