ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

মোরসালিন মিজান

প্রকাশিত: ২২:৪৫, ১৮ আগস্ট ২০২২

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

রাজধানীর বিভিন্ন স্থানে কোন নিরাপত্তা বেষ্টনী ছাড়াই ছড়িয়ে-ছিটিয়ে আছে ভারি নির্মাণসামগ্রী

মর্মান্তিক এক দুর্ঘটনা দেখল রাজধানীবাসীব্যস্ত সড়কে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল গার্ডারঘটনাস্থলেই পাঁচজনের করুণ মৃত্যু হলোআহত হলেন দুজনগত সোমবারের ঘটনাবিকেলে উত্তরার জসীমউদ্দীন রোডে বিআরটি প্রকল্পের একটি ক্রেন কংক্রিটের বিশাল এবং ভারি গার্ডার বহন করছিলনিচে উন্মুক্ত রাস্তাসব ধরনের যান চলাচল করছেএ অবস্থায় ওপর দিয়ে বহন করা হচ্ছিল গার্ডারটিহঠা ক্রেন ভারসাম্য হারালে ভয়ঙ্কর এ দুর্ঘটনা ঘটেগার্ডারের নিচে চাপা পড়ে প্রাইভেটকারের সামনের অংশ থেঁতলে যায়একইভাবে গাড়িতে বসে থাকা অবস্থায় থেঁতলে যায় পাঁচ-পাঁচজন মানুষের দেহপ্রকাশ্য দিবালোকে ঢাকার ব্যস্ত রাস্তায় ঘটে এই ঘটনাখবরটি জেনে স্তম্ভিত হয়ে যায় সাধারণ মানুষভাইরাল হওয়া ভিডিও দেখে নিজের চোখকে অনেকে বিশ্বাস করতে পারছিলেন নাকিন্তু সত্যি সত্যি এ ঘটনা ঘটেছেঅবশ্য ঘটেছেনা বলে ঘটানো হয়েছেবলাই উচিত হবে এক্ষেত্রেকারণ যারা এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট তাদের গাফিলতি এরই মাঝে স্পষ্ট হয়েছেবৃহস্পতিবার র‌্যাবের পক্ষ থেকে আরও কিছু তথ্য দেয়া হয়েছেতথ্যগুলো নাগরিক উদ্বেগের নতুন কারণ হয়েছে।  র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী, মানে, হেল্পারতার নাম রাকিব হোসেনক্রেন চালানোর কোন ধরনের প্রশিক্ষণ তার ছিল নামাত্র তিন মাস আগে ক্রেনের  হেলপার হিসেবে কাজ শুরু করেন

ক্রেনের মূল চালক আল আমিনও ঘাটতি নিয়েই ক্রেন চালাতেনহাল্কা গাড়ি চালানোর অনুমোদন ছিল তারভারি যান চালানোর লাইসেন্স ছিল না২০১৬ সালে ক্রেন চালানোর প্রশিক্ষণ নিয়ে দু-তিনটি নির্মাণ প্রকল্পে কাজ করেনচলতি বছরের মে মাসে বিআরটি প্রকল্পে ক্রেন অপারেটর হিসেবে দায়িত্ব পেয়ে যান তিনিআরও জানা যাচ্ছে, ৫০ টন ক্ষমতাসম্পন্ন ক্রেন দিয়ে

সরানো হচ্ছিল ৭০ টনের গার্ডার! সব মিলিয়ে পিলে চমকে যাওয়ার মতো তথ্যঢাকার গণপরিবহনের বেলায় লাইসেন্সবিহীন চালক আমরা অনেক দেখেছিআবার চালকের আসনে হেল্পারকেও বসতে দেখছি নিয়মিততাই বলে ক্রেন চালানোর বেলায়ও এমনটি ঘটবে! সাধারণ মানুষ এ মৃত্যুকে তাই হত্যাকান্ড হিসেবে ব্যাখ্যা করছেনক্ষোভে ফুঁসছেন তারাবলছেন, ঢাকা শহরের প্রায় প্রতি প্রান্তেই উন্নয়মূলক কাজ হচ্ছেএসব কাজে ব্যবহৃত হচ্ছে বিশাল বিশাল ক্রেনএ অবস্থায় আরও যে দুর্ঘটনা ঘটবে না তার নিশ্চয়তা কী? সরকারসহ সংশ্লিষ্টদের কাছে নিশ্চয়তা দাবি করছেন রাজধানীবাসীঅবশ্য আরেকটি অংশ সুযোগসন্ধানীএ ঘটনাটিকেও রাজনীতির চোখে দেখছেন তারাদুর্ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিরোধিতা করছেনএ অংশটি সম্পর্কেও সচেতন থাকা জরুরী বৈকি

ভাদ্রের শুরুতেই অসহনীয় গরম রাজধানীতে গরমাগরম অবস্থা চলছিল অনেক দিন ধরেইতবে ভাদ্রের শুরুতে সে গরম আরও যেন বেড়ে গেছেবাংলা এ মাসের বৈশিষ্ট্য অনুযায়ী গরম বাড়ারই কথাতাই বলে মাসের একেবারে শুরুতেই এমন কড়া রোদ! বাসা থেকে বের হওয়া মাত্রই ঘামে গা ভিজে যাচ্ছেবৃহস্পতিবারের কথাই যদি বলি, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিল নাএকটু ছায়া পেলে মানুষজন সেখানে জিরিয়ে নিচ্ছিলেনকিন্তু খেটে খাওয়া মানুষের কষ্ট তো দূর হওয়ার নয়দুপুরের দিকে এক রিক্সায় চড়ে বিব্রতকর অবস্থায়ই পড়তে হলোচালক কিছুক্ষণ পর পরই বলছিলেন, ‘গরমডা কী পড়ছে দেখছেন? টিকা যায় নাশইলে তো মনে অয় আগুন লাইগা গেছেএ অবস্থায় তার রিক্সায় বসে থাকতে খারাপই লাগছিলকিন্তু নেমে যাওয়াও তো সমাধান নয়অগত্যা গন্তব্য পর্যন্ত আসতে হলোহ্যাঁ, নির্ধারিত ভাড়ার চেয়ে তাকে কিছু টাকা বাড়তি দেয়া হয়েছেকিন্তু বলা সম্ভব হয়নি, ছায়ায় বসে কিছু সময় জিরিয়ে নিনকারণ জিরিয়ে নেয়ার মতো বিলাসিতা তার জন্য নয়!

গরম হচ্ছে রাজনীতির মাঠও রাজনীতির মাঠও এখন বেশ গরমবিএনপির ঈদের পর আন্দোলননিয়ে অনেক হাসাহাসি হয়েছেকিন্তু এ পর্যায়ে মনে হচ্ছে, মাঠে নামতেও পারে তারাএমনিতে প্রতিদিনই কোন না কোন সভা সমাবেশ করছে দলটিসামনে বড় কিছু ঘটবে এমন হুমকি ধামকিও দেয়া হচ্ছে তাদের পক্ষ থেকেসমমনারাও নানা নামে পরিচয়ে টেলিভিশনের সামনে দাঁড়াচ্ছেনএভাবেই চলছিলকিন্তু বুধবার অনেকটা হঠা করেই মাঠে নেমে যায় আওয়ামী লীগসরকারী দল এদিন রাজধানীতে ব্যাপক শোডাউন করেকেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে মাঠে থাকার ইঙ্গিত দেয়া হচ্ছেতার মানে, নির্বাচন সামনে রেখে রাজনীতি জমে উঠতে বিশেষ বাকি নেইরাজনীতি জমুককিন্তু সভা সমাবেশের নামে যেন জনদুর্ভোগ বাড়ানো না হয়, যেন ভাংচুর অগ্নিসংযোগের পুরনো সংস্কৃতি ফিরে না আসে- রাজধানীবাসী এমনটিই আশা করছেন।  

×