ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

জনকণ্ঠ ফিচার

প্রকাশিত: ২৩:২৫, ১১ আগস্ট ২০২২

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

অপরূপ নীল আকাশে শরতের আগমন

এবার অদ্ভুত এক বর্ষা দেখল বাঙালীবর্ষা অথচ বৃষ্টির দেখা নেইকড়া রোদভীষণ খরামোটামুটি এভাবেই কেটে গেল দুটো মাসআষাঢ়ে শুরু হয়েছিল বর্ষাআর এখন শ্রাবণের বিদায় বেলাবৃষ্টিহীন আকাশে নীল রংসাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছেদেখে বোঝা যায়, শরতের আগমনীআগেভাগেই রাজধানীর আকাশ দখলে নিয়েছে প্রিয় ঋতুআসছে যে, সেই বার্তা দিয়ে চলেছে

বর্ষা তো বিরূপ চেহারা দেখিয়ে বিদায় নিচ্ছে, শরতটা কেমন হবে এবার? ভাবতে শুরু করেছে ঢাকাবাসীসাধারণত শরত মানেই স্বচ্ছ সুন্দর আকাশএ সময় শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণ নাকে এসে লাগেমুহূর্তেই ভাল হয়ে যায় মনএকই ঋতু তালপাকা গরমেরভাদ্র মাসটা বেশ ভোগায়এবারও কি তাই  হবে? নাকি শ্রাবণের বৃষ্টি ঠিক ঝরবে শরতে? রাজধানী ঢাকা বৃষ্টির জন্য অপেক্ষা করে আছেশরতের আকাশপানে তাকিয়ে বৃষ্টির জন্য প্রত্যাশা অদ্ভুততবে বাস্তবতা এটাই

আগস্টের শোক সর্বত্র ১৫ আগস্ট একেবারে দ্বারপ্রান্তে১৯৭৫ সালের এই দিনে জাতির পিতাকে চিরতরে হারিয়েছিল বাঙালীএকদল বিশ্বাসঘাতকের হাতে সপরিবারে নিহত হয়েছিলেন শেখ মুজিবসেই বেদনা আজও বয়ে চলেছে বাংলাদেশের মানুষবিশেষ করে আগস্টে কষ্টগুলো নানা ভাব ও ভাষায় প্রকাশিত হতে থাকেআলোচনা, গান-নাচ, কবিতা-সাহিত্য নানা মাধ্যমে ফুটিয়ে তোলা হয় পিতা হারানোর যন্ত্রণাতাকে ফিরে পাওয়ার আকুতি জানানো হয়

এবারও রাজধানীতে এমন বেশ কিছু অনুষ্ঠান চলমান রয়েছেশেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বাংলা একাডেমি আয়োজন করেছে বিশেষ আলোচনার১০ দিনব্যাপী আলোচনার শিরোনাম শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণ, জাগরণ থেকে সোনার বাংলাবৃহস্পতিবার আবুল কাসেম প্রণীত বঙ্গবন্ধুর অর্থনৈতিক উন্নয়নদর্শন জাতীয়করণনীতি এবং প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়এতে সূচনা বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাআলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ড. মুনতাসীর মামুন

সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে ড. মুনতাসীর মামুন বলেন, দেশ স্বাধীন হওয়ার পর মাত্র সাড়ে তিন বছরের শাসনকালে বঙ্গবন্ধু দূরদর্শী অর্থনৈতিক পরিকল্পনাসমূহ গ্রহণ করেছিলেনবঙ্গবন্ধুর বিস্ময়কর সমাজতান্ত্রিক অর্থনীতির মৌলিক উপাদানগুলো কিভাবে রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রয়োগের পরিকল্পনা ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা এই গ্রন্থের লেখক বিশ্লেষণ করে দেখিয়েছেনতিনি বলেন, ১৯৭২-১৯৭৫ সালের মধ্যে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে বঙ্গবন্ধু কতটা উচ্চাতায় তুলে এনেছিলেন এবং তিনি বেঁচে থাকলে আরও কত দূর এগিয়ে নিয়ে যেতেন, তারই একটি পূর্ণাঙ্গ আকরগ্রন্থ আবুল কাসেমের বঙ্গবন্ধুর অর্থনৈতিক উন্নয়নদর্শন

আধুনিক বাস টার্মিনালের স্বপ্ন আগামী বছরের মার্চের মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের কাজ শেষ হবেএমন স্বপ্নের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসগত বুধবার তিনি জানান, ৩০ কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি আধুনিক করা হচ্ছেসায়েদাবাদ বাস টার্মিনাল অনেক আগে নির্মাণ হলেও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি ভঙ্গুর অবস্থায় রয়েছেজলাবদ্ধতাসহ অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে

এ অবস্থায় এটি আধুনিক করতে কার্যক্রম হাতে নেয় সিটি কর্পোরেশনডিএসসিসি মেয়র বলেন, আমরা দুটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিএকটি কাঁচপুরে ও আরেকটি কেরানীগঞ্জেএকটির জায়গা অধিগ্রহণ করা হয়েছেআমরা সেটির হস্তান্তর  চেয়েছিআরেকটির জমি অধিগ্রহণ কার্যক্রম হাতে নিয়েছিএগুলো শেষ করতে ৩-৪ বছর সময় লাগবেএ সময়ের মধ্যে এখানে বাসগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, সে জন্য এর আধুনিকায়ন করা হচ্ছেযদি কথামতো কাজ হয়, তাহলে সত্যি আধুনিক বাস টার্মিনাল পাবে ঢাকাবাসীআপাতত অপেক্ষা

আরো পড়ুন  

×