ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ইইউ আলোচনা ২৮ জুন

প্রকাশিত: ০১:০৪, ২৫ মে ২০২২

বাংলাদেশ-ইইউ আলোচনা ২৮ জুন

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৮ জুন প্রথমবারের মতো বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে রাজনৈতিক সংলাপ হবে। সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ইইউ’র পক্ষে নেতৃত্ব দেবেন ডেপুটি সেক্রেটারি- জেনারেল এনরিকে মোরা। তবে এর আগে নিরাপত্তা সংলাপ করতে চায় ইইউ। এই উদ্যোগে আপত্তি নেই বাংলাদেশেরও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রথমবারের রাজনৈতিক সংলাপ করার বিষয়ে গত বছরের অক্টোবরেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। এর আগে দুপক্ষের মধ্যে একটি নিরাপত্তা সংলাপ করার বিষয়ে আলোচনা চলছে।
×