ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ১৬ দফা দাবি

প্রকাশিত: ১৬:৫৪, ১৮ মে ২০২২

রাজশাহীতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ১৬ দফা দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং সেচের পানি না পাওয়ায় দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার বিচারসহ ১৬ দফা দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ। এ দাবিতে আজ বুধবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন তারা। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপিতে এসব দাবি তুলে ধরা হয়। বিক্ষোভ চলাকালীন সমাবেশে আদিবাসী নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে সমতলের আদিবাসীদের ওপর চলা শোষণ, নিপীড়ন দূর করতে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। তাই তদের এই দাবিসহ ১৬ দফা দাবি পূরণ করা উচিত। এ সময় রাজশাহীর গোদাগাড়ীর দুই কৃষকের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার বিচার কার্যক্রম দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে নিষ্পত্তির দাবিও জানান তারা। বিক্ষোভ কর্মসূচী চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদিবাসী নেতা রাজ কুমার শাও, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রমানিক দেবু প্রমুখ।
×