ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ওমিক্রন মোকাবেলায় আসছে নতুন গাইডলাইন

প্রকাশিত: ২৩:২০, ২৭ জানুয়ারি ২০২২

ওমিক্রন মোকাবেলায় আসছে নতুন গাইডলাইন

স্টাফ রিপোর্টার ॥ দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ হাজার ৫২৭ রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। মূলত দেশে এখন ওমিক্রনের প্রভাবেই করোনা সংক্রমণ ঘটছে বলে মন্তব্য করেছে স্বাস্থ্য অধিদফতর। এটি মোকাবেলায় একটি ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করেছে সংস্থাটি। অল্প সময়ের মধ্যেই স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে তা পাঠিয়ে দেয়া হবে বলেও সংস্থাটি জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৭ জন মিলে দেশে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৭৩ জনে। নতুন রোগী নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জনে। বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ৬ জন। ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৭৩টি নমুনা। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ২২ লাখ ৬১ হাজার ২৫২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের ৩১ হার দশমিক ৬৪ শতাংশ। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ। এখন পর্যন্ত গত ২৪ জুলাই সর্বোচ্চ ৩২ দশমিক ৫৫ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছিল। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১০ ও চট্টগ্রামে ৪ জন মারা গেছেন। এছাড়াও রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। ওমিক্রন মোকাবেলায় নতুন গাইডলাইন চূড়ান্ত ॥ ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে একটি ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার দুপুরে করোনাবিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। তিনি বলেন, বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে, দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। আইইডিসিআর, আইসিডিডিআরবি ও বিএসএমএমইউয়ের গবেষণায় দেখা গেছে, করোনার ডেল্টা ধরনের পাশাপাশি অধিকতর সংক্রামক ধরন ওমিক্রন শনাক্ত হচ্ছে। এই ওমিক্রনের কারণে বেশি সংক্রমণ হচ্ছে। এর জন্য ক্লিনিক্যাল গাইডলাইন ইতোমধ্যে তৈরি হয়েছে। সেটি চূড়ান্ত হয়ে গেছে। অল্প সময়ের মধ্যেই অন্যান্য স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠানকে এটি দেয়া হবে। ওমিক্রনের ধরন প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের এই মুখপাত্র বলেন, ওমিক্রনের অন্য উপসর্গ কী আছে, তা বের করতে কাজ চলছে। রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বিশ্বের করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্য অধিদফতর বলছে, বিশ্বে ৩৫ কোটি ২৮ লাখ মানুষ ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা ৫৬ লাখ ছাড়িয়েছে। বিগত সাত দিনে দেশে সামগ্রিকভাবে করোনা রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান তিনি। নাজমুল ইসলাম বলছেন, দেশে করোনা রোগীর সংখ্যা ও শতকরা হিসাবে শনাক্তের হার একটু একটু করে বেড়েছে। ১৯ জানুয়ারি ৯ হাজার ৫০০ রোগী শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ছিল ২৫ শতাংশের একটু বেশি। ২৫ জানুয়ারি রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৩ জন এবং শতকরা হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪০ শতাংশ।
×